Logo
Logo
×

খেলা

পেনাল্টির প্রতিবাদে খেলোয়াড়রা ছাড়লেন মাঠ, সভাপতি করলেন পদত্যাগ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৫ পিএম

পেনাল্টির প্রতিবাদে খেলোয়াড়রা ছাড়লেন মাঠ, সভাপতি করলেন পদত্যাগ

তুর্কি লিগে বিরল এক দৃশ্যের দেখা মিলেছে। গালাতাসারায়ের বিপক্ষে ম্যাচ চলাকালীন রেফারির এক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মাঠ ছেড়ে চলে যায় আদানা দেমিরস্পোর। এরপর থেকেই ক্লাবটি আছে আলোচনায়। এরপর এবার ক্লাবটির চেয়ারম্যান বেদিরহান দুরাকও পদত্যাগের ঘোষণা দিলেন।

আদানা দেমিরস্পোর শনিবার রাতে গালাতাসারায়ের মুখোমুখি হয়। সুপার লিগের সে ম্যাচে ৩০ মিনিটের মাথায় দেমিরস্পোরের খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যান। তারা তখন ১-০ গোলে পিছিয়ে ছিল। একমাত্র সে গোল এসেছিল পেনাল্টি থেকে। ম্যাচটি পরে বাতিল করা হয়।

ক্লাবের কয়েকজন কর্মকর্তা জানান, মাঠ ছাড়ার এই সিদ্ধান্ত তুরস্কের রেফারি কমিটি ও ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে প্রতিবাদের অংশ ছিল। আদানা দেমিরস্পোর বর্তমানে লিগের তলানিতে আছে। সে ম্যাচের ১২তম মিনিটে গালাতাসারায়ের স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতার পেনাল্টি থেকে গোল করেন। যার ফলে পিছিয়ে পড়েছিল আদানা।

সে ম্যাচ বাতিল হওয়ার পর গালাতাসারায়ের কোচ ওকান বুরুকও মেনে নেন বিষয়টি। তিনি এক সাক্ষাৎকারে বলেন যে অতিথি দলের বিরুদ্ধে দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত ভুল হতে পারে।

এরপরই ক্লাবের সভাপতি দুরাক পদত্যাগের ঘোষণা দেন। তিনি এক বিবৃতিতে বলেন, ‘আমি এখন দুঃখের সঙ্গে দেখছি যে আমরা একটি অচলাবস্থায় পৌঁছেছি। আমার ক্লাব, আমার পরিবার, আমার প্রিয়জন এবং আমার স্বাস্থ্যের স্বার্থে, আমি এই মুহূর্ত থেকে সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম