Logo
Logo
×

খেলা

ওয়ানডে অভিষেকেই বিশ্ব রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৪ পিএম

ওয়ানডে অভিষেকেই বিশ্ব রেকর্ড

ওয়ানডে ক্রিকেটে অভিষেক ম্যাচেই বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ম্যাথিউ ব্রিটজকের। তিনি এমন এক কৃতিত্ব অর্জন করেন, যা বিশ্বের আর কোনো ক্রিকেটারের নেই। ব্রিটজক ভেঙেছেন ডেসমন্ড হেইনসের ৪৭ বছর আগের রেকর্ড।

দক্ষিণ আফ্রিকার ২৬ বছর বয়সি টপ অর্ডার ব্যাটসম্যান ১টি টেস্ট ও ১০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেললেও এতদিন দেশের হয়ে ওয়ানডে খেলার সুযোগ পাননি। 

আজ সোমবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে অভিষেক হয় ব্রিটজকের।

অভিষেক ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করতে নামেন ম্যাথিউ। তিনি ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শতরানের পৌঁছাতে তিনি খেলেন ১২৮ বল। ৬টি চার ও ২টি ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। শেষমেশ ১৪৮ বলে ১৫০ রান করে মাঠ ছাড়েন ম্যাথিউ। তিনি সাকুল্যে ১১টি চার ও ৫টি ছক্কা মারেন।

ম্যাথিউ ব্রিটজকেই বিশ্বের প্রথম ও একমাত্র ক্রিকেটার, যিনি ওয়ানডে অভিষেকে ১৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলেন। তার আগে বিশ্বের আর কোনো ক্রিকেটার ওয়ানডে অভিষেকে ১৫০ রানে পৌঁছাতে পারেননি। সুতরাং, ওয়ানডে ক্রিকেটে আত্মপ্রকাশে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস খেলার বিশ্বরেকর্ড গড়েন ম্যাথিউ।

এতদিন ওয়ানডে অভিষেকে সব থেকে বেশি রানের ইনিংস খেলার রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইনসের। তিনি ১৯৭৮ সালে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকে ১৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩৬ বলে ১৪৮ রান করে আউট হন। সোমবার লাহোরে হেইনসের ৪৭ বছর আগের সেই বিশ্বরেকর্ড ছিনিয়ে নেন ব্রিটজকে।

ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩০৪ রান সংগ্রহ করে। ৬০ বলে ৬৪ রান করেন উইয়ান মাল্ডার। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫১ বলে ৪১ রান করেন জেসন স্মিথ। ক্যাপ্টেন তেম্বা বাভুমা করেন ২৩ বলে ২০ রান। তিনি ৩টি চার মারেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম