Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ যাদের আর শঙ্কায় যারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৬ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ যাদের আর শঙ্কায় যারা

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে লম্বা হচ্ছে চোটের মিছিল। একের পর এক তারকা ক্রিকেটাররা এই টুর্নামেন্ট থেকে ছিটকে যাচ্ছেন। আবার কোন কোন ক্রিকেটারকে নিয়ে এখনো শঙ্কা রয়েছে, তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি ভাগ্য এখন পেন্ডুলামের মতো দুলছে।

সবশেষ শনিবার (৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ত্রিদেশিয় সিরিজের প্রথম ম্যাচেই পাকিস্তান এবং নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার চোটে পড়েছেন।

এর মধ্যে ফিল্ডিংয়ের সময় কপালে বলের আঘাত পেয়েছেন কিউই ব্যাটার রাচিন রবীন্দ্র। আর পাকিস্তানের হারিস রউফ ইনিংসের মাঝপথে সাইড স্ট্রেইনের কারণে মাঠ ছেড়ে গেছেন। দুজনই আপাতত পর্যবেক্ষণে।

চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড ঘোষণার পর প্রথম টুর্নামেন্ট থেকে ছিটকে যান প্রোটিয়া পেসার আনরিখ নরকিয়া। চোটের কারণে স্বাগতিক পাকিস্তানের দলে জায়গা হয়নি ইন-ফর্ম ব্যাটার সাইম আইয়ুবেরও। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তার গোড়ালির চোট সারিয়ে তুলতে কম চেষ্টা করেনি পাকিস্তান, তবে শেষ পর্যন্ত টুর্নামেন্টটি মিস-ই করতে হচ্ছে তাকে।

দল হিসেবে চোটের কারণে সবচেয়ে বেশি ভুগছে অস্ট্রেলিয়া। মিচেল মার্শ, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের মত তারকারা চোটের কারণে মিস করবেন চ্যাম্পিয়ন্স ট্রফি।

এদিকে নরকিয়া ছিটকে যাওয়ার পর আরও কয়েকজন ক্রিকেটারকে নিয়ে শঙ্কায় দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে রয়েছেন জেরাল্ড কোয়েৎজি, ডেভিড মিলার ও লুঙ্গি এনগিডি। যদিও তারা সময়মতো ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী বোর্ড।

নিউজিল্যান্ডের কপালে চিন্তার ভাঁজ লকি ফার্গুসনকে নিয়ে। ভারতের জাসপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়েও শঙ্কা রয়েছে, আর ইংল্যান্ডের দুশ্চিন্তা জেমি স্মিথকে নিয়ে।

উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম