Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি

নরকিয়ার বদলি বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৯ পিএম

নরকিয়ার বদলি বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকা

করবিন বশ (বামে)

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার তারকা পেসার আনরিখ নরকিয়ার। চোটের কারণে এই বৈশ্বিক টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গেছেন তিনি। তাই এ পেসারকে ছাড়াই পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজের জন্য উড়াল দিয়েছে প্রোটিয়ারা।

অবশেষে আসর শুরুর দিন দশেক আগে নরকিয়ার বদলি বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৩০ বছর বয়সি বোলিং অলরাউন্ডার করবিন বশকে চোটে ছিটকে যাওয়া নরকিয়ার বদলি হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে যুক্ত করা হয়েছে। গেল ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয়েছিল বশের।

তার সঙ্গে আরও একজনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে দক্ষিণ আফ্রিকা। বোলার কিওয়ানা এমফাকাও যুক্ত হচ্ছেন দলের সঙ্গে। তিনি পাকিস্তানে যাবেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে। 

এমফাকাকে যুক্ত করা হচ্ছে জেরাল্ড কোয়েৎজির বিকল্প বিবেচনায়। কোয়েৎজি এরইমধ্যে বাদ পড়েছেন কুঁচকির চোটের কারণে। এছাড়া বিউরান হেন্ড্রিকস এবং লিজাড উইলিয়ামসের পুনর্বাসন প্রক্রিয়ার এখনো চলমান। 

এছাড়া পাকিস্তানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পরামর্শক হিসেবে প্রোটিয়া দলের সঙ্গী হচ্ছেন দেশটির সাবেক তারকা ইয়াসির আরাফাত।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম