Logo
Logo
×

খেলা

১৪ বছর পর নিজেদের মাটিতে অজিদের বিপক্ষে নাস্তানাবুদ শ্রীলংকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৯ পিএম

১৪ বছর পর নিজেদের মাটিতে অজিদের বিপক্ষে নাস্তানাবুদ শ্রীলংকা

ছবি: সংগৃহীত

দিমুথ কারুণারত্নের বিদায়ী টেস্টটা রাঙাতে পারল না শ্রীলংকা। গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টেও ৯ উইকেটের বড় ব্যবধানে হরেছে স্বাগতিক শ্রীলংকা। আর তাতে করে শ্রীলংকার মাটিতে ১৪ বছর পর টেস্ট সিরিজ জিতল অস্ট্রেলিয়া।

গত ১৪ বছরের মধ্যে এশিয়ায়ও এটি অজিদের দ্বিতীয় টেস্ট সিরিজ জয়। সবশেষ ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট জিতেছিল অজিরা। এবার দলটি জিতল শ্রীলংকার মাটিতে। যেই সিরিজে অজিদের নায়ক স্টিভেন স্মিথ। ২৭২ রান করে সিরিজসেরা হয়েছেন তিনি।

এই সিরিজের আগে লংকানদের মাটিতে সবশেষ ২০১১ সালে টেস্ট সিরিজ জিতেছিল অজিরা। এরপর দুই দফা লংকা সফর করলেও টেস্ট সিরিজ জিততে পারেনি দলটি। এবার সেই আক্ষেপ ঘুচল অজিদের।   

এদিন ৮ উইকেটে ২১১ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল শ্রীলংকা। লিড ছিল মাত্র ৫৪ রানের। এরপর ৭৫ রানের টার্গেট দিতে পেরেছে লংকানরা। যার জবাব দিতে নেমে মাত্র ১ উইকেট খরচ করে লক্ষ্যে পৌঁছে যায় অজিরা।

শ্রীলংকার ব্যাটিং ব্যর্থতার মূলে অস্ট্রেলিয়ার দুই স্পিনার নাথান লায়ন ও ম্যাথু কুনেম্যান। দুই ইনিংস মিলিয়ে দুজনের শিকার ৭টি করে উইকেট। দুজনে মিলে দুই টেস্টে নিয়েছেন ৩০ উইকেট। কুনেম্যানের ১৬টির সঙ্গে লায়ন নিয়েছেন ১৪টি। আর তাতেই নিজেদের মাটিতে নাস্তানাবুদ লংকানরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম