Logo
Logo
×

খেলা

শাহিনের এক ওভারেই ২৫, ফিলিপসের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫০ পিএম

শাহিনের এক ওভারেই ২৫, ফিলিপসের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর

ক্রিকেট বিশ্বের এই সময়ের সেরা বোলারদের মধ্যে অন্যতম শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের এই তারকা পেসারকে তাদের ঘরের মাঠেই তুলোধুনো করে ছাড়লেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান গ্লেন ফিলিপস। শাহিনের করা ইনিংসের শেষ ওভারে দুই চার আর দুই ছক্কায় ২৫ রান আদায় করে নেন ফিলিপস। 

শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক পাকিস্তান বনাম নিউজিল্যান্ড।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করে গ্লেন ফিলিপসের ঝড়ো সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে নিউজিল্যান্ড।  

ইনিংসের শেষ দিকে রীতিমতো তাণ্ডব চালান ফিলিপস। শেষ দিকে ব্যাটিংয়ে ঝড় তুলে ৩২ বলে ৭৭ রান করেন ফিলিপস। ১৯ বলে ফিফটি আর ৭৭ বলে সেঞ্চুরিপূর্ণ করা ফিলিপস, ৭৪ বলে ৭টি ছক্কা আর ৬টি বাউন্ডারির সাহায্যে ১০৪ রানের অনবদ্য ইনিংস খেলেন।

তবে ভালো খেলেও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন ড্যারেল মিচেল। তিনি ৮৪ বলে ৪টি ছক্কা আর দুটি বাউন্ডারির সাহায্যে ৮১ রান করে ফেরন তিনি। ৮৯ বলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৫৮ রান করেন সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন।  

পাকিস্তানের হয়ে ১০ ওভারে ৮৮ রানে ৩ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। ১০ ওভারে মাত্র ৪১ রানে ২ উইকেট নেন আবরার আহমেদ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম