বড় লক্ষ্য তাড়ায় তামিমের ব্যাটে উড়ন্ত শুরু বরিশালের
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৪ পিএম
![বড় লক্ষ্য তাড়ায় তামিমের ব্যাটে উড়ন্ত শুরু বরিশালের](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/bpl-tamim-barishal-67a617b5093e1.jpg)
তামিম ইকবাল
বিপিএল ফাইনালে ১৯৫ রানের লক্ষ্যে ব্যাটে করতে নেমে অধিনায়ক তামিম ইকবালের ব্যাটে উড়ন্ত শুরু পেয়েছে ফরচুন বরিশাল। পাওয়ার প্লেতে তারাও চিটাগং কিংসের সমান বিনা উইকেটে ৫৭ রান স্কোরবোর্ডে জমা করেছে।
বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই তেড়েফুঁড়ে ব্যাট চালান তামিম। অন্য প্রান্তে তাওহিদ হৃদয় যেখানে ১৫ বলে ১৪ রানে ব্যাট করছেন, সেখানে তামিম ২১ বলে ৮ চারে তুলেছেন ৩৯ রান।
জয়ের জন্য এখনো ১৩৮ রান চাই তাদের।
এর আগে মিরপুরের হোম অব ক্রিকেটে টস হেরে ব্যাট করে চিটাগং। পারভেজ হোসেন ইমন এবং খাজা নাফের জোড়া ফিফটিতে ২০ ওভারে ৩ উইকেটে ১৯৪ রান তোলে দলটি। ঝড়ো ব্যাটিংয়ে ৪৯ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন ইমন। ৪৪ বলে ৬৬ রান আসে পাকিস্তানি নাফের ব্যাটে। তিনে নেমে ২৩ বলে ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলে চিটাগংকে দুইশ ছোঁয়া স্কোর পেতে সাহায্য করেন ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক।