বিপিএল ফাইনাল
পাওয়ার প্লেতে ঝড়ো ব্যাটিং চিটাগংয়ের
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৮ পিএম
![পাওয়ার প্লেতে ঝড়ো ব্যাটিং চিটাগংয়ের](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/ctg-bpl-67a5fecd1ee37.jpg)
ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে দুর্দান্ত পারফর্ম করেছেন চিটাগং কিংসের দুই ওপেনার। ৬ ওভারে বিনা উইকেটে তারা স্কোরবোর্ডে জমা করেছেন ৫৭ রান।
মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। তবে পাওয়ার প্লেতে তার বোলারদের তুলোধুনো করেছেন চিটাগংয়ের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও খাজা নাফে।
৬ ওভার শেষে ৪ চার ও ২ ছক্কায় ৩২ রানে ব্যাট করছেন ইমন। আর এখন পর্যন্ত এক হালি চারে ২২ রান এসেছে পাকিস্তানি ওপেনার খাজা নাফের ব্যাটে।
ফরচুন বরিশাল একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), তাওহিদ হৃদয়, ডেভিড মালান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, কাইল মায়ার্স, মোহাম্মদ নবি, রিশাদ হোসেন, ইবাদত হোসেন, তানভীর ইসলাম ও মোহাম্মদ আলী।
চিটাগং কিংস একাদশ
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক ও উইকেটকিপার), পারভেজ হোসেন ইমন, খাজা নাফে, হুসেইন তালাত, শামীম হোসেন, গ্রাহাম ক্লার্ক, বিনুরা ফার্নন্দো, আরাফাত সানি, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ ও নাঈম ইসলাম।