১৬০ সংসদ সদস্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রশিদদের পক্ষে সিদ্ধান্ত ইংল্যান্ডের
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৬ পিএম
![১৬০ সংসদ সদস্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রশিদদের পক্ষে সিদ্ধান্ত ইংল্যান্ডের](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/afghanistan-england-67a5eb86ba9b3.jpg)
ফাইল ছবি
আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশগুলো। অভিযোগ, আফগানিস্তানের ক্ষমতাসীনরা নারীবান্ধব নয়। সেখানে নারীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। একই অভিযোগে এবার আইসিসির টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আফগানদের বিপক্ষে না খেলতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) অনুরোধ করেছিলেন ব্রিটিশ রাজনীতিকরা।
প্রায় ১৬০ জন সংসদ সদস্য ইসিবির কাছে এক চিঠিতে আফগানিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটি বর্জনের আহ্বান জানিয়েছিলেন। তবে বিষয়টি নিয়ে বিশদ ভাবনা-চিন্তার পর ইসিবি জানিয়েছে, তারা আফগানিস্তানের বিপক্ষে খেলবে।
ইসিবির চেয়ারম্যান রিচার্ড থম্পসন বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বোর্ড সভার পর বিবৃতিতে বলেন, ‘ক্রিকেটীয় দিক থেকে, নারী ক্রিকেট যখন বিশ্বজুড়ে দারুণভাবে বেড়ে উঠছে, সেখানে এটা খুবই হৃদয় বিদারক যে, আফগান নারীরা (ক্রিকেট খেলার) সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।’
তবে ইসিবি চেয়ারম্যান মনে করেন, কোনো একটি দেশের একটি ম্যাচ বর্জন করার চেয়ে সব দল মিলে সামগ্রিক কোনো পদক্ষেপ নিলে তা বেশি কার্যকর হবে।
‘সবকিছু বিবেচনা করে, আমাদের মনে হয়েছে, পুরো ক্রিকেটীয় সমাজের সমন্বিত উদ্যোগই হতে পারে সামনে এগিয়ে যাওয়ার উপযুক্ত পথ এবং ম্যাচ বর্জনের মতো একতরফা কোনো কিছুর চেয়ে সামগ্রিক উদ্যোগে অর্জন বেশি ধরা দেবে। সাধারণ আফগানদের কথাও শুনেছি আমরা। আফগানিস্তানে সামান্য যা কিছু খুশির উৎস অবশিষ্ট আছে, এর মধ্যে একটি তাদের ক্রিকেট দল। সব মিলিয়ে আমরা নিশ্চিত করছি যে, ম্যাচটি আমরা খেলব’-যোগ করেন থম্পসন।
উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আফগানিস্তান।