Logo
Logo
×

খেলা

‘জীবনের সঙ্গী’র বিদায়ে স্মৃতিকাতর রোনাল্ডো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০০ পিএম

‘জীবনের সঙ্গী’র বিদায়ে স্মৃতিকাতর রোনাল্ডো

ছবি: সংগৃহীত

দুজনের গোলউদযাপন এতটাই প্রানবন্ত হয়ে উঠেছিল যে, এক ‍মুহূর্তের জন্য ভ্যাবাচেকা খেয়ে যেত যে কেউ, ‘গোলটা আসলে করেছে—ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি মার্সেলো?’ রিয়াল মাদ্রিদের সেই জুটি একসময় থেমেছে। রোনাল্ডো অনেক আগে মাদ্রিদ ছেড়ে সৌদি আরবে থিতু হয়েছেন। মার্সেলো কয়েক দেশ ঘুরেও পারেননি।

বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক ভিডিওতে অবসর ঘোষণা করেন ৩৬ বর্ষী মার্সেলো। প্রিয়বন্ধুকে বিদায়ী শুভেচ্ছা জানাতে ভোলেননি সিআরসেভেন। নিজের গোলের পেছনে যার অবদান অনেক বেশি সেই মার্সেলোকে ‘ভাই’ ডেকেছেন, বলেছেন বন্ধুও।

ব্রাজিল থেকে মার্সেলো রিয়ালে আসেন ২০০৭ সালে। এর দুই বছর পর ইংল্যান্ড কাঁপানো ক্রিশ্চিয়ানো আসেন স্পেনের মাদ্রিদে। সেই ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন রিয়ালে। জমা হয়েছে কত স্মৃতি। তার কিছুটা প্রকাশ করেছেন রোনাল্ডো।

মার্সেলোকে বিদায়ী বার্তা জানিয়ে রোনালদো লেখেন, ‘আমার ভাই, কী অবিশ্বাস্য তোমার ক্যারিয়ার! আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি, বছরের পর বছর অর্জন করেছি, জিতেছি এবং অবিস্মরণীয় সব মুহূর্ত আছে। তুমি সতীর্থের চেয়েও বেশি কিছু, আমার জীবনের সঙ্গী। সবকিছুর জন্য ধন্যবাদ বন্ধু। জীবনের নতুন মঞ্চে সকল ক্ষেত্রেই তোমার মঙ্গল কামনা করছি।’

২০২১-২২ মৌসুম শেষে গ্রিসের অলিম্পিয়াকোসে যান মার্সেলো। পাঁচ মাস পরে চুক্তিভঙ্গ করেন। পরে চলে আসেন ছোটবেলার ক্লাব ফ্লুমিনেন্সে। সেখানেও শেষ করতে পারেননি। গত বছর মাঠের মধ্যেই কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। পরে ফ্লুমিনেসের সঙ্গেও চুক্তি ভেঙে বেরিয়ে আসেন। তারপর আর কোনও ক্লাবে খেলেননি। শেষ পর্যন্ত ফুটবলকে বিদায় জানালেন মার্সেলো।

১৯ বছরের পেশাদার ক্যারিয়ারে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ এবং ছয়টি লা লিগা শিরোপা জিতেছেন মার্সেলো। ২০০৭ সালের জানুয়ারিতে ১৮ বছর বয়সে ফ্লুমিনেন্স থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন মার্সেলো। মাদ্রিদে সাড়ে ১৫ বছর কাটিয়ে ক্লাবটির ইতিহাসে সর্বাধিক ট্রফি জেতা খেলোয়াড় হিসেবে বিদায় নেন। স্প্যানিশ লা লিগার ক্লাবটির হয়ে খেলেন ৫৪৬টি ম্যাচ। মাদ্রিদ ছাড়ার পর ২০২৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে কোপা লিবার্তাদোরেসও জেতেন। এবার ফুটবল মাঠ ছেড়ে হয়ত ডাগ আউট সামলাবেন মার্সেলো। নয়তো অন্যকিছু। তবে ফুটবলের সঙ্গেই নিশ্চয়ই!

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম