ছবি: সংগৃহীত
সন্ধ্যায় বিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামছে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। তবে সেই ম্যাচে মাঠে নামার আগে চিটাগাং কিংসের কপালে চিন্তার ভাঁজ। কেননা, এই ম্যাচের আগে এখনও শঙ্কা কাটেনি চিটাগাংকে ফাইনালে তোলার নায়ক আলিস আল ইসলামকে নিয়ে।
খুলনার বিপক্ষে শেষ ওভারে নাটকীয়ভাবে চিটাগংকে জেতানো আলিস এখনও চোটে ভুগছেন। দ্বিতীয় কোয়ালিফায়ারে রান নিতে গিয়ে পায়ে ব্যথা পান তিনি। সেই ব্যথা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি এই স্পিনার। যার ফলে তাকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে দলের খবর অনুযায়ী, আলিসের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট।
আলিসকে মাঠে নামার আগে সারিয়ে তুলতে কাজ করছে দলটির মেডিকেল বিভাগ। টিম ম্যানেজমেন্টের চাওয়া আলিস খেলুক। তবে এর জন্য কোনো ঝুঁকি নিতে আগ্রহী নয় ফ্র্যাঞ্চাইজিটি।
এর আগে, গত ম্যাচে শেষ ওভারে ১৫ রান তাড়া করে দলকে জেতান আলিস। তৃতীয় বলে আলিস রিয়ার্ড হয়ে মাঠ থেকে উঠে গেলেও পরে ইনিংসের শেষ বল মোকাবেলা করতে ফের মাঠে নামতে হয় তাকে। এরপর বাউন্ডারি হাঁকিয়ে দলকে ফাইনালে তুলেন আলিস। এবারও তিনি নিশ্চয় চাইবেন ফাইনালে দলকে জেতাতে।