![‘গল্প আরও বাকি’ বলে থামলেন মার্সেলো](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/14-67a59c30e5439.jpg)
ছবি: সংগৃহীত
শেষ কয়েকটা বছর মোটেও ভালো যায়নি মার্সেলোর। স্পেন ছেড়ে গ্রিসে গিয়েছিলেন, সেখান থেকে নিজের বাড়ি ব্রাজিলে— কোথাও মানিয়ে নিতে পারেননি। ব্রাজিলিয়ান তারকা রিয়াল মাদ্রিদ ছাড়ার পর দুটো ক্লাবেই ঝামেলা করে বের হয়েছেন। এবার ছেড়ে দিলেন। তবে খেলোয়াড় হিসেবে ফুটবল ছাড়লেও ইঙ্গিত দিয়েছেন কোচিংয়ের।
বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক ভিডিওতে অবসর ঘোষণা করেন ৩৬ বর্ষী এই তারকা ফুটবলার। ইতিহাসে সবচেয়ে সফল লেফটব্যাক হিসেবে একজন হিসেবে পরিচিত তিনি। ক্লাব এবং জাতীয় দলের হয়ে তার আছে হাজারও কীর্তি।
অবসরের ঘোষণা দিয়ে মার্সেলো বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমার গল্প এখানেই শেষ। কিন্তু ফুটবলকে দেওয়ার মতো অনেক কিছু এখনও বাকি।’
বিদায়ী বার্তায় মার্সেলো ধন্যবাদ জানিয়েছে রিয়াল মাদ্রিদকে। ক্লাবের পক্ষ থেকেও এসেছে বার্তা, ‘মার্সেলো আমাদের ইতিহাসের অঙ্গ ও কিংবদন্তিদের মধ্যে অন্যতম।’
প্রিয় বন্ধুর বিদায়ে ক্রিশ্চিয়ানো রোনালদোও জানিয়েছেন শুভেচ্ছা, ‘আমরা একসঙ্গে বহু সময় কাটিয়েছি। কত অসাধারণ ম্যাচ জিতেছি। সব কিছুর জন্য ধন্যবাদ। নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাই।’
২০২১-২২ মৌসুম শেষে গ্রিসের অলিম্পিয়াকোসে যান মার্সেলো। পাঁচ মাস পরে চুক্তিভঙ্গ করেন। পরে চলে আসেন ছোটবেলার ক্লাব ফ্লুমিনেন্সে। সেখানেও শেষ করতে পারেননি। গত বছর মাঠের মধ্যেই কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। পরে ফ্লুমিনেসের সঙ্গেও চুক্তি ভেঙে বেরিয়ে আসেন। তারপর আর কোনও ক্লাবে খেলেননি। শেষ পর্যন্ত ফুটবলকে বিদায় জানালেন মার্সেলো।
১৯ বছরের পেশাদার ক্যারিয়ারে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ এবং ছয়টি লা লিগা শিরোপা জিতেছেন মার্সেলো। ২০০৭ সালের জানুয়ারিতে ১৮ বছর বয়সে ফ্লুমিনেন্স থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন মার্সেলো। মাদ্রিদে সাড়ে ১৫ বছর কাটিয়ে ক্লাবটির ইতিহাসে সর্বাধিক ট্রফি জেতা খেলোয়াড় হিসেবে বিদায় নেন। স্প্যানিশ লা লিগার ক্লাবটির হয়ে খেলেন ৫৪৬টি ম্যাচ। মাদ্রিদ ছাড়ার পর ২০২৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে কোপা লিবার্তাদোরেসও জেতেন। এবার ফুটবল মাঠ ছেড়ে হয়ত ডাগ আউট সামলাবেন মার্সেলো। নয়তো অন্যকিছু। তবে ফুটবলের সঙ্গেই নিশ্চয়ই!