Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ নয়, আফগানদের সেমিতে দেখছেন শোয়েব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৫ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ নয়, আফগানদের সেমিতে দেখছেন শোয়েব

সবকিছু ঠিক থাকলে ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আসন্ন এ টুর্নামেন্টের সম্ভাব্য সেমিফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার। 

দুবাইয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে শোয়েব আখতার বিশ্বকাপ জয়ী শ্রীলংকা এবং বাংলাদেশের কথা না বলে এশিয়ার উঠতি দল আফগানিস্তানকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।  

পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার বলেছেন, যদি টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স করতে পারে তাহলে আফগানিস্তান ক্রিকেট দলও সেমিফাইনালে খেলতে পারে।

ক্রিকেট ইতিহাসের এই গতিময় তারকা আরও বলেছেন, আমি বিশ্বাস করি পাকিস্তান, ভারত এবং আফগানিস্তান ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠবে।

শোয়েব আখতার বলেছেন, যদি আফগানিস্তানের দল পরিপক্বতা প্রদর্শন করে এবং তাদের ব্যাটসম্যানরা ধৈর্য দেখায় তবে তারা বিস্ময়কর ফলাফল দিতে পারে।

শোয়েব আখতার ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আসন্ন ম্যাচেও আত্মবিশ্বাস প্রকাশ করে বলেছেন, আমি আশাবাদী যে ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান ভারতকে পরাজিত করবে। আসলে আমি বিশ্বাস করি যে টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তান এবং ভারত উভয়েরই দেখা হওয়া উচিত।

শোয়েব আখতার আরও বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ভারত ও নিউজিল্যান্ডকে হারালে, গ্রিন শার্টরা ইতোমধ্যেই অর্ধেক টুর্নামেন্ট জিতে নিবে।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম