Logo
Logo
×

খেলা

বিপিএল জায়গা না পেয়ে শান্তর মনোযোগ চ্যাম্পিয়ন্স ট্রফিতে

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৮ এএম

বিপিএল জায়গা না পেয়ে শান্তর মনোযোগ চ্যাম্পিয়ন্স ট্রফিতে

ফরচুন বরিশালের ম্যাচ চলছে তখন। অথছ তাকে দেখা যায় ইনডোর থেকে অনুশীলনে ঘাম ঝরিয়ে ফিরছেন। বিপিএলে বরিশালের একাদশে থাকার চিন্তা অনেক আগেই ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এখন তার মনোযোগ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে।

জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে সঙ্গে নিয়ে কয়েক ঘণ্টা অনুশীলন করেন নাজমুল। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। জাতীয় দলের অধিনায়ক ঘরের মাঠে বিপিএলের মতো টুর্নামেন্টে নিয়মিত খেলতে না পেরে হতাশ। ফাইনালে খেলার আশাও ছেড়ে দিয়েছেন।

এবার বিপিএলে মাত্র পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন নাজমুল। সর্বোচ্চ ইনিংস ৪১। বাকি চার ম্যাচে দুই অঙ্ক ছুঁতে পারেননি। কালও বরিশালের অনুশীলনের আগে মিরপুর শেরেবাংলা ইনডোর স্টেডিয়ামে যান তিনি।

সেখানে সালাউদ্দিনকে নিয়ে অনুশীলন করেন। কিছুক্ষণ পর বরিশালের পুরো দল মাঠে নামে অনুশীলনে। এভাবে বিপিএলে দলের সঙ্গে থেকেও নাজমুলের আলাদা অনুশীলন নিয়ে প্রশ্ন উঠেছে। কাল অনুশীলনে দলের সঙ্গে না থাকায় কারও বুঝতে বাকি নেই যে, ফাইনালে খেলা হচ্ছে না নাজমুলের। বরিশালের কোচ মিজানুর রহমান বলেন, ‘হয়তো এখানে খেলা হচ্ছে না বলে শান্ত নিজেই বেছে নিয়েছে জাতীয় দলের সঙ্গে অনুশীলন।’

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। বাংলাদেশ দুবাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে ২০ ফেব্রুয়ারি। এরপর দল যাবে পাকিস্তানে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম