Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহর খেলা নিয়ে বাড়ছে শঙ্কা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৯ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহর খেলা নিয়ে বাড়ছে শঙ্কা

জাসপ্রীত বুমরাহ

সেই বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে চোটে পড়েছিলেন সময়ের অন্যতম সেরা ফাস্ট বোলার জাসপ্রীত বুমরাহ। ভারত আশায় ছিল, ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ফিট হয়ে উঠবেন তিনি।

কিন্তু আইসিসির মেগা টুর্নামেন্ট মাঠে গড়ানোর যখন কেবল দুই সপ্তাহ বাকি, তখনো বুমরাহর ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় ভারত। ধারণা করা হচ্ছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরবেন এই পেসার। কিন্তু শেষ মুহূর্তে এই সিরিজের দল থেকে তাকে সরিয়ে বরুণ চক্রবর্তীকে অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকরা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বুমরাহ এখন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে যাচ্ছেন। সেখানেই নিজেদের ইনজুরি থেকে পুনর্বাসনের প্রক্রিয়ায় অংশ নেন ভারতীয় ক্রিকেটাররা। আর তাতেই বুমরাহর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঠিক সময়ে ফিট হয়ে ওঠা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। 

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে, বুমরাহ বেঙ্গালুরুতে বিসিসিআই-এর সেন্টার অফ এক্সিলেন্সে পৌঁছেছেন। তাতে বলা হয়েছে আগামী কয়েকদিন পুনর্বাসনের অংশ হিসেবে বুমরাহ সেখানেই অবস্থান করবেন। সেখানকার ফিজিওথেরাপিস্টরা তাকে ছাড়পত্র দিলেই কেবল ম্যাচ খেলার জন্য ফিট বলে বিবেচিত হবেন তিনি।

প্রসঙ্গত, গেল বছর বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন বুমরাহ। সে সুবাদে সম্প্রতি আইসিসির বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের জোড়া পুরস্কার উঁচিয়ে ধরেছেন তিনি। এমন একজন পারফরমারকে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে না পেলে তা নিশ্চিতভাবেই ভারতের জন্য হবে একটা বড় ধাক্কা।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম