অজি শিবিরে বড় ধাক্কা, নেতৃত্ব নিয়ে বাড়ছে চিন্তা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৫ পিএম

ছবি: সংগৃহীত
হাতে মাত্র ২ সপ্তাহ বাকি। এরপরই আট জাতির চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে অস্ট্রেলিয়া দলে বড় শঙ্কা। সেই শঙ্কা কিংবা দুশ্চিন্তার নামে আবার দলটির অধিনায়ক ও অন্যতম পেসার প্যাট কামিন্স। চোটের যা অবস্থা তাতে কামিন্সকে বাইরে রেখেই ভাবছেন অজিদের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডো।
তার মাথায় এখন দুটি চিন্তা—কামিন্সের বদলি খোঁজা। একই সঙ্গে অধিনায়ক কে হতে পারেন, সেদিকে নজর দেওয়া। অবশ্য ইতোমধ্যে দুটি নাম ঠিক করে ফেলেছেন অ্যান্ড্রু। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বাকি।
কামিন্সের আশা অবশ্য ছেড়ে দিয়েছেন অ্যান্ড্রু। বর্ডার-গাভাসকর ট্রফিতে চোট পেয়েছিলেন কামিন্স। কিন্তু তাকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল নির্বাচকরা। তবে গোড়ালির চোট সারেনি। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজেও তিনি নেই। এই অবস্থায় কোচ অ্যান্ড্রু বলেছেন, কামিন্সের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা একদমই কম।
কামিন্স এখনও বোলিং করতে পারছেন না। শরীরও ক্রিকেট খেলার অবস্থায় নেই। এমন সময়ে অধিনায়ক সংকটে অস্ট্রেলিয়া। তবে নাকের ডগায় থাকা আসরে অধিনায়ক কে হবেন? অ্যান্ড্রু জানিয়েছেন দুটি নাম— ‘প্রাথমিকভাবে আমাদের ভাবনায় আছেন স্টিভেন স্মিথ এবং অন্যজন ট্রাভিস হেড। ইতিমধ্যেই তাদের সঙ্গে কথা বলেছি। কে নেতৃত্বে দেবেন সেটা পরে জানানো হবে।’
তবে অস্ট্রেলিয়া যে কামিন্সকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাচ্ছে না, তা এক প্রকার নিশ্চিত। শঙ্কা আছে আরেক পেসার জশ হ্যাজলউডকে নিয়েও। তবে এখনও অস্ট্রেলিয়ার হাতে সময় আছে পরিবর্তন আনার।