Logo
Logo
×

খেলা

কোহলি কোন বলে আউট হবেন, একজন বাসচালকও জানেন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৯ পিএম

কোহলি কোন বলে আউট হবেন, একজন বাসচালকও জানেন

ছবি: সংগৃহীত

বিরাট কোহলির উইকেট নেওয়ার পর থেকেই শিরোনামে হিমাংশু সাঙ্গওয়ান। সাক্ষাৎকার দিচ্ছেন, সংবাদ মাধ্যমে অনুভূতি শোনাচ্ছেন। তবে যে উইকেটের জন্য তারকাখ্যাতি সেটির আইডিয়া দিয়েছিলেন একজন বাসচালক। সত্যি! কোহলির উইকেট নেওয়ার পর হিমাংশু এমন দাবি করেছেন।

১২ বছর পর দিল্লির হয়ে রনজি ট্রফিতে ফেরা সুখের হয়নি কোহলির। আউট হন মাত্র ৬ রানে। রেলওয়েজের বোলার হিমাংশু বল বুঝেই উঠতে পারেননি কিং কোহলি। হিমাংশুও মনে মনে চাচ্ছিলেন, কোহলিকে ফিরিয়েছেনও। পরে শুনিয়েছেন সেদিনের গল্প।

হিমাংশু বলেন, ‘ম্যাচের আগে আমরা জানতাম বিরাট কোহলি আর পান্ত এই ম্যাচে খেলবে। তখনও জানতাম না ম্যাচটা সরাসরি দেখানো হবে। আস্তে আস্তে জানতে পারি, পান্ত খেলবে না। কিন্তু বিরাট খেলবে। রেলওয়েজের পেস বোলিংয়ের দায়িত্বে আমি ছিলাম। দলের সবাই আমাকে বলে, আমিই বিরাটের উইকেট নেব।’

ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাটে নামেন কোহলি। কিন্তু জাতীয় দলে বেশ কিছুদিন রানখরায় ভোগা কোহলি রঞ্জিতেও পারেননি। অফস্টাম্পের বাইরের এক ডেলিভারিতেই ফেরেন। হিমাংশুকে এই বুদ্ধি শিখিয়ে দিয়েছিলেন তাদের বাসচালক।

হিমাংশুর ভাষায়, ‘যে বাসে আমরা যাচ্ছিলাম। সেই বাসের ড্রাইভার পর্যন্ত আমাকে বলেন যে, কোহলির চতুর্থ বা পঞ্চম স্ট্যাম্পে বল করতে। তাহলেই ও আউট হবে। আমার নিজের উপর বিশ্বাস ছিল। শুধু নিজের শক্তির দিকেই নজর রাখছিলাম, অন্যের দুর্বলতা নিয়ে মাথা ঘামাইনি। নিজের শক্তি অনুযায়ী বল করে উইকেট পেয়েছি।’

বোর্ডের বাধ্যবাধকতার কারণে রঞ্জিতে ফিরেছে ভারতের জাতীয় দলের ক্রিকেটাররা। কোহলির আগে ঘরোয়া টুর্নামেন্টটিতে ম্যাচ খেলতে হয়েছে রোহিত শর্মাকেও। বিসিসিআই থেকে কড়া নির্দেশ—সিনিয়র হোক বা জুনিয়র, সবাইকেই ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম