Logo
Logo
×

খেলা

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ তদন্ত করতে বিসিবির কমিটি গঠন

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৪ এএম

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ তদন্ত করতে বিসিবির কমিটি গঠন

বিপিএল চলাকালে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। সে অভিযোগ খতিয়ে দেখতে এবার তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দারকে আহ্বায়ক করে গড়া হয়েছে তিন সদস্যের এ স্বাধীন তদন্ত কমিটি। 

কমিটির অপর দুই সদস্য হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ড. খালেদ এইচ চৌধুরী ও সাবেক ক্রিকেটার শাকিল কাসেম। স্পট-ফিক্সিং ইস্যুতে বিসিবি তাদের ‘শূন্য সহিষ্ণুতা’র নীতি পুনর্ব্যক্ত করে সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই কমিটি ফিক্সিং ইস্যুতে তদন্তে সহায়তা করবে বোর্ড ও বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে। 

টুর্নামেন্টের শেষ দিকে এসে বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। খবর আসে, এবারের আসরে ২০ শতাংশের বেশি ম্যাচে সন্দেহজনক কর্মকাণ্ড হয়েছে। সেসবের সঙ্গে জড়িত থাকার সন্দেহে চল্লিশের বেশি ক্রিকেটারকে অ্যান্টি করাপশন ইউনিটে জিজ্ঞাসাবাদ করার খবরও প্রকাশিত হয়েছে।

চলমান বিপিএলে স্পট-ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগেই জানিয়েছিলেন যে, সন্দেহের তালিকায় থাকা ম্যাচ ও ক্রিকেটারদের ব্যাপারে তদন্ত করতে বিসিবি একটি স্বাধীন কমিটি গঠন করবে। তারই ধারাবাহিকতায় গতকাল তদন্ত কমিটি গঠিত হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম