Logo
Logo
×

খেলা

বিপিএল ২০২৫

বিপিএল প্লে-অফ খেলতে কে কোন দলে

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৯ পিএম

বিপিএল প্লে-অফ খেলতে কে কোন দলে

ছবি: সংগৃহীত

আর বাকি চার ম্যাচ—এরপর শিরোপার মঞ্চ। ৪৬ ম্যাচের ৭ দলের টুর্নামেন্ট এখন চার দলে। আজ কোয়ালিফায়ার ও এলিমেনটের দুটি ম্যাচ। এরপর আরেকটি কোয়ালিফায়ার এবং ফাইনাল বাকি। জমে ওঠা শেষের লড়াইয়ে তারকা খেলোয়াড়ের দিকে ঝুঁকছে ফ্র্যাঞ্চাইজিগুলো। 

একাধিক বিদেশি খেলোয়াড় উড়িয়ে আনছে ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। আজ দুপুরে খুলনা বিপক্ষে এলিমেনেটরে খেলবে রংপুর। সন্ধ্যায় ফাইনালের মিশনে নামবে বরিশাল ও চিটাগং। তার আগেই দলগুলো আসা করছে নির্দিষ্ট খেলোয়াড়দের আনতে পারবে।

ফরচুন বরিশালের হয়ে খেলা নিশ্চিত করেছেন আফগানিস্তানের নুর আহমাদ জাদরান। জেসন হোল্ডারকে নিয়েছে খুলনা টাইগার্স। রংপুর রাইডার্স উড়িয়ে আনছে অ্যানিউরিন ডোনাল্ডকে।

রংপুর অবশ্য এমনিতেও বেশ শক্তিশালী ছিল। তবে মাঝে দুর্দান্ত ছন্দে থাকা দলটির পাকিস্তানি তারকা খুশদিল শাহ, ইংল্যান্ডের অ্যালেক্স হেলসরা চলে যাওয়ায় শূন্যতা তৈরি হয় দলটিতে। সেই শূন্যতা পূরণেই বিদেশ থেকে আরও তিন তারকা ক্রিকেটারকে দলে এনেছে দলটি। তাদের হয়ে খেলা নিশ্চিত করেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেমস ভিন্স।

কদিন আগে ফরচুন বরিশাল জানিয়েছিল তারা আনতে যাচ্ছেন নিউজিল্যান্ডের তারকা অ্যাডাম মিলনেকে। জানা গেছে, তিনিও নির্ধারিত সময়ের মধ্যেই দলের সঙ্গে যোগ দেবেন। খুলনা টাইগার্স দলে যোগ দিয়েছেন ক্যারিবিয়ান তারকা জেসন হোল্ডার ও  শিমরন হেটমায়ার। বিপিএলে শেষ চারের দল চিটাগং এখনও নতুন সাইনিং সম্পর্কে কিছু জানায়নি।

বিপিএলের প্লে-অফে কে কোন দলে

রংপুর রাইডার্স: আন্দ্রে রাসেল, জেমস ভিন্স, অ্যানিউরিন ডোনাল্ড ও টিম ডেভিড

ফরচুন বরিশাল: অ্যাডাম মিলনে, নুর আহমাদ জাদরান

খুলনা টাইগার্স: জেসন হোল্ডার ও শিমরন হেটমায়ার

ঘটনাপ্রবাহ: বিপিএল-২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম