Logo
Logo
×

খেলা

বিকেএসপিতে টেনিস শুরু

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৮ এএম

বিকেএসপিতে টেনিস শুরু

ছবি: সংগৃহীত

‘তারুণ্যের উৎসবে বিকেএসপি’-এ প্রতিপাদ্য সামনে রেখে শুরু হয়েছে বিকেএসপি কাপ টেনিস টুর্নামেন্ট।

রোববার উদ্বোধনী দিনের খেলায় বিকেএসপির মিতু বাংলাদেশ টেনিস ফেডারেশনের বুশরাকে ৮-০ গেমে, বিকেএসপির কাব্য গায়েন মাদারীপুরের ইমরান চৌধুরীকে ৬-৩, ৬-১ সেটে এবং বিকেএসপির তাজ রাজশাহীর পূর্ণকে ৩-৬, ৬-১ ও ৬-২ সেটে হারিয়ে শুভসূচনা করেন।

পাঁচদিনের এ টুর্নামেন্টে দেশের জেলা, ক্লাব, ফেডারেশন ও প্রতিষ্ঠানের হয়ে ২৪টি দলের ১১২ জন তরুণ-তরুণী নয়টি ইভেন্টে অংশ নিচ্ছেন।

এর আগে বিকালে বিকেএসপির মহাপরিচালক ব্রি. জেনারেল মো. মুনীরুল টুর্নামেন্টের উদ্বোধন করেন। মহাপরিচালক বিকেএসপিতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে দেশে চলমান তারুণ্যের উৎসবের সঙ্গে সবাইকে একাত্ম হওয়ার আহ্বান জানান।

এ সময় বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান ও ক্রীড়া কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান হাসান উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম