লেভানডফস্কির গোলে রিয়ালের আরও কাছে বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
এস্পানিওলের মাঠে গতরাতে তিন পয়েন্ট হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। তাই বার্সেলোনার সামনে সুযোগ ছিল টেবিল টপারদের সঙ্গে ব্যবধান ঘোচানোর। আলাভেসের বিপক্ষে পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির একমাত্র গোলে সে মিশনে সফল হয়েছে তারা।
আজ (রোববার) ম্যাচজুড়ে বার্সেলোনাকে ভালোই চাপে রাখে আলাভেস। তবে ৬১ মিনিটে লেভানডফস্কির গোলে সে চাপ তুচ্ছ করে ১-০ ব্যবধানে জয় ও তিন পয়েন্ট ছিনিয়ে নেয় কাতালান ক্লাবটি।
স্তাদিও অলিস্পিক লুইস কোম্পানিসে বার্সেলোনাকে জয় সহজে ধরা দেয়নি। মধ্যমাঠে দাপট ধরে রাখলেও আক্রমণভাগে দুর্বলতা অস্বস্তিতে রাখে হান্সি ফ্লিকের শিষ্যদের।
এর মধ্যে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় মিডফিল্ডার গাভিকে। প্রথমার্ধে আক্রমণে বলার মতো কিছুই করতে পারেননি বার্সা। দ্বিতীয়ার্ধে কিছুটা উদ্যম বাড়ে দলটির। তাতেই শেষপর্যন্ত লেভানডফস্কির পায়ে আসে সে জয়সূচক গোল।
বার্সেলোনার এই জয়ে জমে উঠেছে স্প্যানিশ লা লিগা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান নেমে এসেছে ৪-এ। আর দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান এখন মোটে ৩ পয়েন্ট।
রিয়াল, আতলেতিকো এবং বার্সা–তিন দলই এখন পর্যন্ত ২২টি ম্যাচ করে খেলেছে। এর মধ্যে সর্বোচ্চ ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল। সমানসংখ্যক ম্যাচে ৪৮ ও ৪৫ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই ও তিনে রয়েছে দিয়েগো সিমিওনের আতলেতিকো ও হান্সি ফ্লিকের বার্সেলোনা।