ছবি: সংগৃহীত
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আজীবন সম্মাননা পেয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। শনিবার (১ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে সিকে নাইডু আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।
১৯৯৪ সালে ভারতের প্রথম অধিনায়ক সিকে নাইডুর নামে এই পুরস্কারের প্রবর্তন হয়। ভারতের ৩১তম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার উঠেছে শচীনের হাতে।
১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শচীনের। দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন ২০০ টেস্ট ও ৪৬৩টি ওয়ানডে, যা দুই সংস্করণেই সর্বোচ্চ। এই দুই সংস্করণে সর্বোচ্চ রানও তার। তিনি ওয়ানডেতে করেছেন ১৮৪২৬ রান আর টেস্টে ১৫৯২১ রান। একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি আছে টেন্ডুলকারের। ২০১৩ সালে ক্রিকেটের পাট চুকান সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটার।
বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণীতে সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পলি উমরিগড় পুরস্কার জেতেন জাসপ্রীত বুমরাহ। নারী বিভাগে একই পুরস্কার পান স্মৃতি মান্ধানা। আর সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা রবীচন্দ্রন অশ্বিন পেয়েছেন বিশেষ এক পুরস্কার।
এছাড়া সেরা আন্তর্জাতিক অভিষেকের পুরস্কার উঠেছে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট ইনিংসে ফিফটি করা সরফরাজ খানের হাতে।