Logo
Logo
×

খেলা

বিদেশি ক্রিকেটাররা ঢাকা ছাড়বেন কখন, জানাল রাজশাহী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৪ পিএম

বিদেশি ক্রিকেটাররা ঢাকা ছাড়বেন কখন, জানাল রাজশাহী

ছবি: সংগৃহীত

বিপিএলে দুর্বার রাজশাহীর যাত্রা শেষ। লিগ পর্ব থেকে ছিটকে গেছে তারা। দল বিদায় নেওয়ার পর দেশি ক্রিকেটাররা যার যার ঠিকানায় ফিরে গেছেন। কিন্তু দলটির বিদেশি ক্রিকেটাররা আটকা পড়েছেন হোটেলে। তাদের পারিশ্রমিকের সঙ্গে বিমানের টিকিট না পাওয়ায় এই জটিলতা তৈরি হয়।

তবে সে সমস্যার সমাধান হয়েছে বলে জানিয়েছে রাজশাহী কর্তৃপক্ষ। বার্ল-হারিসদের প্লেনের টিকিট পাওয়া গেছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, রাত তিনটায় ইথিওপিয়ান এয়ারওয়েজে হারারের উদ্দেশে ঢাকা ছাড়বেন বার্ল। জিম্বাবুয়াইন অলরাউন্ডারের আগে রাত ১টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে লাহোরে যাবেন হারিস।

দলটির হেড কোচ পাকিস্তানের ইজাজ আহমেদ ঢাকা ত্যাগ করবেন ৩ ফেব্রুয়ারি। আর ৫ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে যাত্রা করবেন মিগুয়েল কামিন্স।

ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে এবার চূড়ান্ত টালবাহানা করেছে দুর্বার রাজশাহী। প্রথমে দলটির দেশি-বিদেশি ক্রিকেটার টাকা না পেয়ে অনুশীলন বর্জন করেছিলেন। লিগ পর্বের শেষের দিকে একই ইস্যুতে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ বর্জনও করেছিলেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিসিবিতে এক জরুরি সভা শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, পারশ্রমিক ইস্যুতে রাজশাহী কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। কিন্তু বারবার সতর্ক করার পরও রাজশাহী কর্তৃপক্ষের বোধোদয় হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

ঘটনাপ্রবাহ: বিপিএল-২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম