Logo
Logo
×

খেলা

বিশ্বকাপে দাপট দেখিয়ে সব পুরস্কার নিয়ে গেল ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৫ পিএম

বিশ্বকাপে দাপট দেখিয়ে সব পুরস্কার নিয়ে গেল ভারত

নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত। শিরোপা নিশ্চিত করার পাশাপাশি টুর্নামেন্টের সব বিভাগে দুর্দান্ত পারফরম্যান্স করে সব পুরস্কার নিজেদের করে নিল ভারতীয় ক্রিকেটাররা। 

বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচে জিতে শিরোপা নিশ্চিত করে ভারত। গ্রুপপর্বের তিন ম্যাচে ভারত হারায় ওয়েস্ট ইন্ডিজ, মালয়েশিয়া ও শ্রীলংকাকে। 

সুপার সিক্স রাউন্ডের ২ ম্যাচে বাংলাদেশ ও স্কটল্যান্ডকে হারায় ভারত। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে যায়। আজ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো গুঁড়িয়ে দিয়ে অপরাজিত থেকেই ট্রফি নিশ্চিত করে ভারত। 

টুর্নামেন্টে ৭ ম্যাচের মধ্যে ভারতের বিরুদ্ধে একমাত্র ইংল্যান্ড ১০০ রানের গণ্ডি টপকাতে সক্ষম হয়। এতেই বোঝা যায় ভারতীয় দল একতরফা দাপট দেখায় টুর্নামেন্টে।

আরও উল্লেখযোগ্য বিষয় হলো- টুর্নামেন্টের ব্যক্তিগত পরিসংখ্যানে চোখ রাখলে কার্যত সব বিভাগেই সেরা ভারতীয় তারকারা। সব থেকে বেশি রান, সব থেকে বেশি উইকেট, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, সেরা বোলিং পারফরম্যান্স, সব বিভাগেই দাপট ভারতীয়দের।

টুর্নামেন্টে সব থেকে বেশি রান

ভারতের গঙ্গাদি তিশা ৭টি ম্যাচে ব্যাট করে সব থেকে বেশি ৩০৯ রান সংগ্রহ করেন। টুর্নামেন্টের একমাত্র সেঞ্চুরিটি আসে তার ব্যাট থেকে। তিনি ব্যাট হাতে ৩০৯ রান আর বল হাতে ৭ উইকেট শিকার করে টুর্নামেন্ট সেরা হন। 

টুর্নামেন্টের সব থেকে বেশি উইকেট

ভারতের বৈষ্ণবী শর্মা ৬ ম্যাচে বল করে টুর্নামেন্টের সব থেকে বেশি ১৭টি উইকেট দখল করেন। তিনি একবার ইনিংসে ৫ উইকেট শিকার করেন।

টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস

এবারের বিশ্বকাপে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস খেলেন ভারতের গঙ্গাদি তৃষা। তিনি স্কটল্যান্ডের বিরুদ্ধে ১১০ রান করে অপরাজিত থাকেন।

টুর্নামেন্টের সেরা বোলিং পারফরম্যান্স

এবারের বিশ্বকাপের এক ম্যাচে সেরা বোলিং পারফরম্যান্স উপহার দেন ভারতের বৈষ্ণবী শর্মা। তিনি মালয়েশিয়ার বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচে ৫ রানে ৫ উইকেট দখল করেন।

টুর্নামেন্টের সর্বোচ্চ স্ট্রাইক-রেট

বিশ্বকাপে সব থেকে বেশি ১৪৭.৩৪ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেন ভারতের গঙ্গাদি তৃষা।

টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যাটিং গড়

এবারের বিশ্বকাপে সব থেকে বেশি ৮৪.০০ ব্যাটিং গড়ে রান সংগ্রহ করেন ভারতের সোনিকা চালকে।

টুর্নামেন্টের সেরা বোলিং গড়

অন্তত ১০ ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে এবারের বিশ্বকাপে সেরা বোলিং গড় ভারতের বৈষ্ণবী শর্মার। তার বোলিং গড় ৪.৩৫।

টুর্নামেন্টের সেরা ইকোনমি রেট

অন্তত ১০ ওভার বল করা বোলারদের মধ্যে এবারের বিশ্বকাপে সব থেকে কৃপণ বোলিং করেছেন ভারতের পারুনিকা সিসোদিয়া। তার ইকোনমি রেট ২.৭১।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম