‘চাচা, ঢাকা এত সাজানো কেন, ক্যাপিটাল কোথায়?’
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৪ এএম
এবারের বিপিএলে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্স জায়গা করে নিয়েছে শেষ চারে। তবে এই জয়ের পর দলটা খোঁচা দিয়েছে ঢাকা ক্যাপিটালসকে। বিখ্যাত একটি সিনেমার দৃশ্য দিয়ে একটি ছবি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শেষ কিছু দিনে হঠাৎই আবারও নেটিজেনদের আলোচনায় চলে এসেছে ২৯ বছর আগের সিনেমা ‘প্রেমের সমাধি’। পুরো সিনেমা নয় অবশ্য, এই সিনেমার একটি দৃশ্য আবারও ভাইরাল হয়েছে।
দৃশ্যটি এমন– নায়ক বকুল (বাপ্পারাজ) দীর্ঘদিন পর বাড়ি ফিরে আসেন। পথিমধ্যে তার প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়ি সাজানো দেখতে পান তিনি।
সঙ্গে সঙ্গে সে বাড়িতে গিয়ে তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়?’ হেনার বাবা আনোয়ার হোসেন জবাব দেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ প্রতিক্রিয়ায় বকুল বলেন, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। এ আমি বিশ্বাস করি না।’
সে দৃশ্যের প্রথম লাইন ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়?’ লাইনটিই বেশি জনপ্রিয়তা পেয়েছে মিম হিসেবে। বিভিন্ন প্রেক্ষাপটের সঙ্গে একে মিলিয়ে কিছু শব্দ অদলবদল করে কৌতুক করতে দেখা যাচ্ছে নেটিজেনদেরকে।
খুলনা টাইগার্স সে ট্রেন্ডেই গা ভাসিয়েছে। গতকাল সন্ধ্যায় এক পোস্টে তাদের পেজে লেখা হয়, ‘চাচা, ঢাকা এত সাজানো কেন, ক্যাপিটাল কোথায়?’ ঢাকা ও ক্যাপিটাল দিয়ে কাদের খোঁচাটা দেওয়া হয়েছে, তা একেবারে পরিষ্কার।
কাল তাদের ম্যাচ ছিল ঢাকার বিপক্ষেই। শনিবারের এই ম্যাচে তাদের প্লে-অফ নিশ্চিত হতো ঢাকাকে হারালে। সে কাজটা সহজেই সেরেছে দলটা। প্রথমে নিয়ন্ত্রিত বোলিংয়ে ঢাকাকে ১২৩ রানে আটকে দেয় খুলনা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত এক ফিফটিতে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে তারা।
এবারের বিপিএলে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেশ ভালোভাবে ব্যবহার করেছে দলগুলো। ম্যাচ শেষ হলে ফলাফলের ওপর ভিত্তি করে একে অপরকে নিয়ে মজা করার বিষয়টি বেশ জনপ্রিয়তাও পেয়েছে।
বিপিএলের আরও চারটি ম্যাচ বাকি। দলগুলোর একে অন্যকে খোঁচা দেওয়াটা সে চার ম্যাচেও চলবে, তা হলফ করেই বলা যায়।