Logo
Logo
×

খেলা

জরুরি সভার জন্য বিসিবিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৬ পিএম

জরুরি সভার জন্য বিসিবিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় বসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সভার জন্য শনিবার (১ ফেব্রুয়ারি) মিরপুরের বিসিবি কার্যালয়ে গিয়েছেন তিনি।

সভার এজেন্ডা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, বিপিএলকে কেন্দ্র করে একের পর এক বিতর্ক তৈরি হওয়াতেই হয়ত হঠাৎ বোর্ড কর্তাদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার এই জরুরি সভা।

বিপিএলের শুরুটা হয়েছিল টিকিট অব্যবস্থাপনা দিয়ে। টিকিট না পেয়ে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা স্টেডিয়ামের ফটকে ভাঙচুর করেছিলেন। টিকিট বিতর্ক কিছুটা সামাল দিতেই হাজির হয় বিপিএলের সেই পুরোনো রোগ পারিশ্রমিক জটিলতা। বিশেষ করে দুর্বার রাজশাহীর পারিশ্রমিক নিয়ে টালবাহানা দৃষ্টিকটু পর্যায়ে চলে যায়। একপর্যায়ে টাকা না পেয়ে রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ম্যাচও বর্জন করেন।

পারিশ্রমিক বিতর্কের মধ্যেই শুরু হয় ফিক্সিং নিয়ে কানাঘুষা। বিপিএলে খেলা বেশ কয়েকজন দেশি-বিদেশি ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। যদিও এ ব্যাপারে বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ফিক্সিংয়ের বিষয়টি খতিয়ে দেখতে বিসিবি একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে।

জরুরি সভায় বোর্ড কর্তাদের সঙ্গে বিপিএলকে কেন্দ্র করে সৃষ্ট এই বিতর্কগুলো নিয়ে ক্রীড়া উপদেষ্টা আলোচনা করতে পারেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম