Logo
Logo
×

খেলা

১৫ বলে ৬ রান করে কত টাকা পেলেন কোহলি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৮ পিএম

১৫ বলে ৬ রান করে কত টাকা পেলেন কোহলি

১২ বছর পর রঞ্জি ট্রফিতে ফিরেও ব্যর্থ হলেন বিরাট কোহলি। ১৫ বল খেলে করেছেন মাত্র ৬ রান। তার উপস্থিতি দিল্লিকে জয়ের সঙ্গে টুর্নামেন্ট শেষ করতে সাহায্য করেছে। শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে রেলওয়েজের বিরুদ্ধে ইনিংস ও ১৯ রানে জয় পায় দিল্লি।

বিরাট কোহলির প্রত্যাবর্তনকে ঘিরেই পুরো ম্যাচের উত্তেজনা তৈরি হয়েছিল, তার মাঠের প্রতিটি মুহূর্তই ছিল নজরকাড়া। তবে দিল্লির অধিনায়ক আয়ুষ বাদোনির ৯৯ রানের ইনিংস এবং শিবম শর্মার ৫/৩৩ বোলিং ফিগার সেই উন্মাদনার ছায়ায় ঢাকা পড়ে যায়, কারণ প্রায় ১২,০০০ দর্শক স্টেডিয়ামে এসেছিলেন শুধুমাত্র বিরাট কোহলিকে দেখার জন্য। এখন প্রশ্ন হলো ১৫ বল খেলে ৬ রান করে কত টাকা উপার্জন করলেন বিরাট কোহলি।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বেতন কাঠামো অনুযায়ী ৪০টির বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ক্রিকেটাররা প্রতিদিন ৬০ হাজার টাকা করে পাবেন। ২১ থেকে ৪০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ক্রিকেটাররা প্রতিদিন ৫০ হাজার টাকা করে পান। ২০টির কম প্রথম শ্রেণির ম্যাচ খেলা ক্রিকেটাররা প্রতিদিন ৪০ হাজার টাকা করে পাবেন। 

বিরাট কোহলি ১৫৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, তাই তিনি প্রতিদিন ৬০ হাজার টাকার হিসাবে মোট তিন দিনে ১ লাখ ৮০ হাজার টাকা উপার্জন করেছেন। খেলা যদি আরও একদিন গড়াত তাহলে বিরাট কোহলি আরও ৬০ হাজার টাকা আয় করতেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম