Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারাতে সরফরাজকে চান বাসিত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৬ এএম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারাতে সরফরাজকে চান বাসিত

ছবি: সংগৃহীত।

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফির। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের মাটিতে খেলবে পাকিস্তান। স্বাভাবিকভাবেই দলটির কাছে শিরোপা প্রত্যাশা করে সমর্থকরা। এই অবস্থায় চাপ বাড়ছে মোহাম্মদ রিজওয়ানের দলের ওপর। তাই পরিস্থিতি সামাল দিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাবরদের মেন্টর নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক ক্রিকেটার বাসিত আলী।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দলের মেন্টর হিসেবে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী অধিনায়ক সরফরাজ আহমেদকেই নিয়োগ দেওয়ার কথা বলছেন তিনি। সেই সঙ্গে ভারতের বিপক্ষে জয় পেতে অভিনব কৌশলও জানিয়েছেন তিনি। কেন সরফরাজকেই মেন্টর করা দরকার সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

বাসিত বলেন, ‘আফগানিস্তান ইউনিস খানকে মেন্টর হিসেবে নিযুক্ত করেছে। এটি একটি দুর্দান্ত পছন্দ। পাকিস্তানকে দেখে মনে হচ্ছে বোর্ডসহ লোকজন ঘুমিয়ে পড়েছে। ভারতের বিপক্ষে, আপনার এমন কাউকে দরকার যিনি আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন; সরফরাজ আহমেদ তেমনই একজন।’

বাসিত আরও বলেন, ‘এই ম্যাচে (ভারতের বিপক্ষে) সরফরাজের পরামর্শ অমূল্য হবে। তিনি জানেন কীভাবে চাপ সামলাতে হয় এবং ইতিমধ্যেই তাদের বিপক্ষে ট্রফি তুলেছেন। কাজেই আমি অন্য কাউকে সুপারিশ করব না।’

চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ফখর জামান, বাবর আজম, কামরান গুলাম, সৌদ শাকিল, তৈয়ব তাহির, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, সালমান আলী আগা, উসমান খান, আবরার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, হারিস রউফ, নাসিম শাহ।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম