Logo
Logo
×

খেলা

যুগান্তরের কাছে যে আশা নিয়ে তাকিয়ে আশরাফুলরা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৬ এএম

যুগান্তরের কাছে যে আশা নিয়ে তাকিয়ে আশরাফুলরা

প্রতিষ্ঠার ২৫ বছর পেরিয়ে আজ ২৬ বছরে পা দিল যুগান্তর। এ দীর্ঘ যাত্রায় পাঠকের ভালোবাসা ও ক্রীড়া অঙ্গনের গুণীজনদের প্রশংসায় এগিয়ে গেছে পত্রিকাটি। রজতজয়ন্তী উপলক্ষে দেশের ক্রিকেট মহল থেকে এসেছে শুভেচ্ছার বন্যা, যা যুগান্তরের অর্জনের মুকুটে যোগ করেছে নতুন পালক।

‘সত্য প্রকাশে অকুতোভয়’ — সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের কাছে যুগান্তরের পরিচয় এটাই। তার বিশ্বাস দীর্ঘ সাফল্য-যাত্রায় পাঠকের আস্থা অর্জন করেছে এই পত্রিকা। তিনি বলেন, ‘যুগান্তর এরই মধ্যে আড়াই দশক পার করল। এই দীর্ঘ পথচলায় পাঠকের মন জয় করা প্রমাণ করে যে, সত্য প্রকাশে অকুতোভয় যুগান্তর।’ 

দীর্ঘ সময় ধরে মান ধরে রাখার কাজটা চ্যালেঞ্জের। সে চ্যালেঞ্জে যুগান্তর ভালোভাবেই উতরে গেছে, বিশ্বাস আশরাফুলের। তিনি বলেন, ‘এত লম্বা সময় ধরে সংবাদপত্রের মান ধরে রাখা কঠিন। যুগান্তর সেই কাজটা করে চলেছে দিনের পর দিন।’ 

আশরাফুল খেলার মানুষ। তাই যুগান্তরের ক্রীড়া বিভাগের কাছেও বাড়তি চাওয়া তার। তিনি বলেন, ‘পত্রিকাটির খেলার পাতায় আশা করি আরও ভালো ভালো লেখা পাব। দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসবে শুভেচ্ছা।’

এদিকে সাবেক ব্যাটার ও ধারাভাষ্যকার আতহার আলী খানও শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা। রজতজয়ন্তী উৎসবে সবাইকে অভিনন্দন।’

মোহাম্মদ আশরাফুল যুগান্তর বাংলাদেশ ক্রিকেট ২৬ বছরে যুগান্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম