Logo
Logo
×

খেলা

কোহলিদের সঙ্গে বাবরদের বন্ধুত্ব সহ্য হচ্ছে না মঈন খানের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৫ এএম

কোহলিদের সঙ্গে বাবরদের বন্ধুত্ব সহ্য হচ্ছে না মঈন খানের

ছবি: সংগৃহীত

ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। বছরজুড়ে যে লড়াই দেখার অপেক্ষায় থাকে গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। তবে একসময়ের এই তুমুল জনপ্রিয় লড়াই সম্প্রতি রং হারাতে শুরু করেছে। এখন আর সেই অর্থে প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় না মাঠের ক্রিকেটে। দুই দলের ক্রিকেটারদের শরীরী ভাষাতেও বদল এসেছে।

আগের সেই যুদ্ধংদেহী মনোভাবটা আর নেই। দেখা যায় না বিবাদে জড়াতে। ছড়ায় না উত্তেজনা। বরং কোহলিদের সঙ্গে বাবরদের বন্ধুত্বটাই বেশি চোখে পড়ে। যা এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটাকে ম্যাড়মেড়ে করে দিচ্ছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক তারকা মঈন খান। কোহলিদের সঙ্গে বাবরদের এমন সখ্যতাও পছন্দ নয় তার। 

সম্প্রতি পাকিস্তানি অভিনেত্রী ও ইউটিউবার উশনা শাহর সঙ্গে এক পডকাস্ট আলাপে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তানি ক্রিকেটারদের রসায়ন নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন মঈন। পাকিস্তানের সাবেক উইকেটকিপার–ব্যাটসম্যানের মতে, প্রতিপক্ষের সঙ্গে এমন বন্ধুত্বপূর্ণ আচরণ ভুল বার্তা দেয় এবং প্রতিপক্ষকে চড়াও হওয়ার সুযোগ করে দেয়।

মঈন বলেন, ‘আমাদের সময়ে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টা এমন ছিল যে অধিনায়ক এবং সিনিয়র খেলোয়াড়েরা কথা বলতেই নিষেধ করতেন। কিন্তু এখনকার বিষয়গুলো দেখলে আমার আফসোস লাগে। ভারতের খেলোয়াড়দের প্রতি সম্মান রেখেই বলছি, তাদের দল যে অসাধারণ সেটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু একটা সময় ছিল যখন আমাদের দল তাদের চেয়ে ওপরে ছিল।’

তিনি আরও যোগ করেন, ‘এখনো ওয়ানডেতে জয়ের ব্যবধানের দিকে তাকালে আপনারা সেটা দেখবেন। তখনকার ধারাটাই এখনো চলে আসছে। সে সময় ভারতীয় ক্রিকেটাররা আমাদের কাছাকাছি আসতে চাইত। কিন্তু এমন নয় যে কোনো খেলোয়াড় মাঠে আসছে আর আমি গিয়ে তার ব্যাট হাতে নিয়ে দেখব। এটা কিন্তু ভুল বার্তা দেয়। এর মধ্য দিয়ে অন্য দল আপনার ওপর আধিপত্য বিস্তার করে। ওরা ভাবে, আরে এদের তো মানসিক শক্তি অনেক কম।’

বন্ধুত্বের ক্ষতিকর দিক সামনে এনে মঈন বলেন, ‘প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করার জন্য যে মানসিকতা দেখানো দরকার, সেটাকে আপনি যদি নিচে নামিয়ে আনেন, তবে আপনি তাকে নিজের দুর্বলতা দেখিয়ে দিচ্ছেন। এরপর সে–ই আপনার ওপর চড়াও হবে।’

কিংবদন্তি ওয়াসিম আকরামের প্রসঙ্গ টেনে এনে মঈন বলেন, ‘আমার যেখানে সুযোগ হয়েছে, আমি সব সময় খেলোয়াড়দের বলেছি। আর এই কথা আমাকে ওয়াসিম আকরামও বলেছেন। তিনি সমালোচনা করতে গিয়ে বলেছিলেন, “আরে, ওরা গিয়ে প্রতিপক্ষের ব্যাট হাতে নিয়ে দেখে, তাদের সঙ্গে গিয়ে হাসতে হাসতে কথা বলে।” কিন্তু ভারত বা যে দলই হোক, আপনাকে আধিপত্য বিস্তার করে খেলতে হবে। আপনি কথা না বলেন, কিন্তু শরীরী ভাষা তো অন্তত দেখাবেন।’

উল্লেখ্য, আগামী ২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। যেই ম্যাচটি এখন দেখার অপেক্ষায় বিশ্বের কোটি ক্রিকেটপ্রেমী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম