যুগান্তর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে: লিপু
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৫ এএম
প্রতিষ্ঠার ২৫ বছর পার করে আজ ২৬ বছরে পা দিল যুগান্তর। পথচলার এই দীর্ঘ সময়ে পাঠকের আস্থা অর্জন করে পত্রিকাটি হয়ে উঠেছে অন্যতম নির্ভরযোগ্য নাম। ক্রীড়া জগতের রথী-মহারথীদের প্রশংসায় সিক্ত যুগান্তর তার রজতজয়ন্তীতে পেয়েছে দেশের ক্রিকেট অঙ্গনের গুণীজনদের ভালোবাসা ও শুভেচ্ছা।
সাবেক অধিনায়ক ও জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আঁচ করলেন যুগান্তরের দীর্ঘ সাফল্য-যাত্রার রহস্যটা। তিনি বললেন, ‘সগৌরবে দীর্ঘদিন একটা পত্রিকার অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলার মধ্যেই তার স্বকীয়তা। এতেই প্রমাণিত হয় তাদের পাঠকপ্রিয়তা। পেশাদারত্ব ছাড়া এটা সম্ভব নয়।’
তিনি আরও যোগ করেন, ‘মালিকপক্ষ ও সংবাদকর্মীদের আন্তরিকতা ছাড়া এতদূর আসা সম্ভব নয়। একটি পত্রিকাকে পাঠকনন্দিত করতে হলে তার সব বিভাগকে সমানভাবে এগিয়ে যেতে হয়। একটি বিভাগ আরেকটি বিভাগ ছাড়া চলতে পারে না।’
ভবিষ্যতেও যুগান্তরের এমন সাফল্য-যাত্রা অব্যহত থাকবে, আশা জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। তিনি বলেন, ‘২৫ বছর অনেক লম্বা সময়। এই সময়ে অনেক পত্রিকা এসেছে আবার ঝরেও গেছে। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারেনি। যুগান্তর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পাঠক পত্রিকা থেকে যে জ্ঞান বা খবর পেতে চান, সেটা তারা যুগান্তর থেকে পান। যুগান্তর সব সময় খেলাধুলাকে গুরুত্ব দেয়। আশা করব, যুগে যুগে যুগান্তর গৌরবে-সৌরভে পাঠকের হৃদয় জয় করবে।’