বিপিএলে বকেয়া পারিশ্রমিক নিয়ে যা বললেন মিরাজ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১১:২৯ এএম
এবারের বিপিএলে সব ছাপিয়ে বড় হয়ে উঠছে খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়ার বিষয়টি। নিয়ম অনুসারে ৭৫ শতাংশ পারিশ্রমিক বিপিএল চলাকালেই হাতে পেয়ে যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কানাকড়িও পাননি, এমন ক্রিকেটার আছেন একাধিক দলে।
শুরুটা হয়েছিল লাহিরু সামারাকুনকে দিয়ে। দুর্বার রাজশাহীর এই ক্রিকেটারের বেতন না পাওয়ার বিষয়টি প্রথমে আসে নজরে। এরপর তো পুরো দলই অনুশীলন বয়কট করে ম্যাচ বর্জনের হুমকি দিয়েছিল।
এরপর ম্যাচে মাঠে নামে। দলটির খেলোয়াড় এনামুল হক বিজয় তো চেক পাওয়ার আনন্দে ছবিও প্রকাশ করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সে চেক পরে বাউন্স করেছে। এরপর বিদেশীদের বাদ দিয়ে খেলার ‘ইতিহাস’ও দেখেছে বিপিএল।
এবারের বিপিএলে পারিশ্রমিক নিয়ে টালবাহানা করা ফ্র্যাঞ্চাইজি শুধু রাজশাহীই একা নয়। এরপর চিটাগং কিংসের সত্ত্বাধিকারী সামির কাদের চৌধুরী বিষয়টি স্বীকার করেছেন বটে, কিন্তু পারভেজ হোসেন ইমনকে কটূক্তি করে পড়ে যান তোপের মুখে। এর আগে পরে আরও বেশ কিছু চিটাগং কিংস ক্রিকেটার বেতন না পাওয়ার অভিযোগ করেন।
এমন সব ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বিপিএলে। বিষয়টি বাংলাদেশ ক্রিকেটের জন্য দুর্নাম বয়ে আনবে বলে শঙ্কা খুলনা টাইগার্স অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। তিনি যুগান্তরকে বলেন, ‘আমরা খেলোয়াড়রা টাকার জন্য খেলি। সমস্যা আমাদের বোর্ড ভালোভাবে নিয়ন্ত্রণ করবে। এরকম ঘটনা ঘটতে থাকলে আমাদের দেশের, ক্রিকেটারদের বদনাম হবে। এর কারণে যেন বাংলাদেশ ক্রিকেটের বদনাম না হয়।’
বিপিএলের এমন অনিয়মের মধ্যে মিরাজের পারিশ্রমিক পাওয়া হয়েছে? তিনি জানান আংশিক পেয়েছেন। তার দল খুলনা এরই মধ্যে ৪০ ভাগ পারিশ্রমিক পরিশোধ করেছে। আগামী সপ্তাহের মধ্যে বাকি ৬০ ভাগও দিয়ে দেবে।
তিনি বলেন, ‘সময়মতো পারিশ্রমিক না পেলে সব খেলোয়াড়েরই খারাপ লাগে। বোর্ড আমাদের অভিভাবক। তারা নিশ্চয় এই ব্যাপারটা দেখবে।’