
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৩:২৫ পিএম
হ্যাকারদের কবলে ক্রীড়া পরিষদের ওয়েবসাইট

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৮:৩৬ এএম

আরও পড়ুন
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ওয়েবসাইট মঙ্গলবার হ্যাকারদের কবলে পড়েছিল। প্রায় পাঁচ ঘণ্টা পর হ্যাকারমুক্ত হয়েছে।
কাল বিকাল সোয়া ৪টার দিকে এনএসসির ওয়েবসাইট হ্যাক হয়। প্রায় পাঁচ ঘণ্টা হ্যাকারের দখলে ছিল ওয়েবসাইট। এ সময় এনএসসির ওয়েবসাইটে ব্রাউজ করলে সনাতন ধর্মসংক্রান্ত কয়েকটি লাইন প্রদর্শিত হয়।
মোবাইল ব্রাউজিংয়ে অবশ্য ওয়েবসাইটের কিছু অংশ কাজ করছিল। এনএসসির ওয়েবসাইট সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুমান, ভারতীয় কোনো হ্যাকার গ্রুপ এটা করে থাকতে পারে।
জাতীয় ক্রীড়া পরিষদ কম্পিউটার কাউন্সিলকে বিকালেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এনএসসি দেশের সব ক্রীড়া স্থাপনা নির্মাণ-রক্ষণাবেক্ষণসহ সব ফেডারেশন এবং ক্রীড়া সংস্থার তত্ত্বাবধান করে থাকে।