সর্বোচ্চ পারিশ্রমিকে নারী ফুটবলারের বিশ্ব রেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৭:৫০ পিএম
সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে রেকর্ড গড়েছেন নাওমি গিরমা নামে একজন নারী ফুটবলার। তিনি যুক্তরাষ্ট্রের একজন পেশাদার ফুটবল খেলোয়াড়, সেন্টার ব্যাক পজিশনে খেলেন।
২০০০ সালের ১৪ জুন যুক্তরাষ্ট্রের অঙ্গ রাজ্য ক্যালিফোর্নিয়ার সান জোসে তার জন্ম। তার বাবা-মা ইথিওপিয়ান অধিবাসী। তার তিন বছর বড় এক ভাই আছে।
তিনি স্কুলে জীবনে বাস্কেটবল খেলেছেন। ফুটবলে ক্যারিয়ার গড়ার আগে পাঁচ বছর জিমন্যাস্টিকসে অনুশীলন করেছিলেন। বর্তমানে তার বয়স ২৪ বছর।
২০২২ সালে জাতীয় দলে অভিষেকের আগে তিনি অনূর্ধ্ব১৭, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২০ বয়স ভিত্তিক স্তরে যুক্তরাষ্ট্রের হয়ে খেলেছে। তিনি ২০২৩ সালে যুক্তরাষ্ট্র সকার লিগে নারী প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হন।
গিরমা ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের হয়ে প্যারিস অলিম্পিকে স্বর্ণ পদক জিতেন। নতুন বছরের শুরুতে দলবদলের উইন্ডোতে নতুন নজির গড়েছেন মার্কিন এই ডিফেন্ডার। নারী ফুটবলারদের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ১ মিলিয়ন ডলার পারিশ্রমিকে সান দিয়েগো ওয়েভ থেকে চেলসি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে রেকর্ড গড়েছেন গিরমা।
গিরমা একজন দুর্দান্ত ফুটবলার। তিনি শারীরিকভাবে খেলার জন্য দারুণ ফিট। অবাক হওয়ার কিছু নেই, গিরমা নারী ফুটবলারদের মধ্যে অন্যতম সেরা একজন। তিনি ক্যারিয়ারের শুরুতে মিডফেল্ডার ছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের জাতীয় দলের প্রধান কোচ এমা হেইসের পরামর্শে ডিফেন্ডার হিসেবে পারফর্ম করে সফল হয়েছেন।
চেলসির সাবেক ম্যানেজার ও সুইডিশ পেশাদার কোচ এমা হেইস গিরমা সম্পর্কে বলেছেন, আমার দেখা সেরা ডিফেন্ডার গিরমা। গিরমা ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের বর্ষসেরা নারী ফুটবলার হিসেবে পুরস্কৃত হন।
২৪ বছর বয়সি গিরমাকে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে গণ্য করা হয়। তার ব্যতিক্রমী দক্ষতা এবং নেতৃত্বের কারণে সবাই তার উচ্চ প্রশংসা করছেন।
গিরমার সঙ্গে চুক্তি সম্পন্ন করার পর চেলসি জানিয়েছে, আমরা তার সঙ্গে চুক্তি সই করতে পেরে অনেক খুশি। আমাদের খেলোয়াড়দের নিয়ে আমরা বেশ আত্মবিশ্বাসী।