Logo
Logo
×

খেলা

রঞ্জিতে রোহিতকে নিয়ে নতুন বিতর্ক!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১০:২২ এএম

রঞ্জিতে রোহিতকে নিয়ে নতুন বিতর্ক!

ছবি: সংগৃহীত

রানখরা চলছে, সঙ্গে বিতর্কও। রোহিত শর্মার যেন দম ফেলানোর ফুরসত নেই। জাতীয় দলে জায়গা হারাবেন বুঝতে পেরে বিশ্রাম নিয়েছিলেন। বোর্ডের কড়া নির্দেশে ভারতের অধিনায়ক ফেরেন ঘরোয়া ক্রিকেটে। সেখানেও নতুন বিতর্ক। রঞ্জিতে মুম্বাইয়ের হয়ে খেলা রোহিতের বিরুদ্ধে অভিযোগ তিনি তরুণদের জায়গা দখল নিয়েছেন।

তারকাখ্যাতির বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনা। রোহিত তারকা বলেই তাকে দলে নিয়েছে মুম্বাই। কিন্তু যার জায়গায় খেলছেন, সেই আয়ুষ মাত্রে দুর্দান্ত ফর্মে ছিলেন। রোহিত একাদশে আসায় তাকে বেঞ্চে বসতে হয়। অথচ ভারতের অধিনায়ক জাতীয় দলের অফ ফর্ম টেনে নিয়েছেন রঞ্জিতেও। ১০ বছর পর ফিরে করেছেন মোটে ৩ রান। তারপর থেকেই আলোচনা।

১৭ বছর বয়সী আয়ুষ এবারের রঞ্জিতে মুম্বাইয়ের দ্বিতীয় রান সংগ্রাহক। ৫ ম্যাচে করেছেন ৪০৮ রান। গড় প্রায় পঞ্চাশের কাছাকাছি। জম্মু-কাশ্মীরের বিপক্ষে নামার আগে তিনি খেলেছিলেন ১৪৮ রানের দারুণ ইনিংস। তারকা রোহিত আসতেই তাকে ছাড়তে হয় জায়গা। সেই কারণেই কথা উঠেছে, তারকাদের পুষে আসলে লাভ কি, যদি জুনিয়ররা তারকার পথে না হাঁটার সুযোগ পায়!

রোহিতের জায়গা নেওয়া বিতর্কের পর আরও কিছু কাণ্ড ঘটেছে রঞ্জির ওই ম্যাচে। শ্রেয়াস আইয়ারকে আউট দিতে গড়িমসি করেছে আম্পায়ার। মুম্বাইয়ের অধিনায়ক অজিঙ্কা রাহানেকে আউট দিয়েও পরে ফিরিয়েছেন। কাশ্মিরের বোলার উমর নাজিরের বলে আউট হয়ে ফেরার মিনিটপাঁচেক পর আম্পায়ার জানান, বলটি ‘নো বল’ ছিল। পরে আবারও ব্যাট করতে আসেন রাহানে। এই তিন ঘটনা নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়!

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম