![পাকিস্তানে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন রিশাদ](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/01/24/rishad-67939ed2a1bc7.jpg)
রিশাদ হোসেন
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন বাংলাদেশের স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন। ড্রাফটে সিলভার ক্যাটাগরি থেকে তাকে ২৫ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা খরচ করে দলে ভিড়িয়েছে লাহোর।
সম্প্রতি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে রিশাদকে প্রশংসায় ভাসিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে দুইবারের পিএসএল চ্যাম্পিয়নরা। সেখানে পিএসএল নিয়ে নিজের স্বপ্নের কথা জানান এই অলরাউন্ডার। নিজের প্রথম পিএসএল মৌসুমকে স্মরণীয় করে রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
লাহোর কালান্দার্সের ফেসবুক ভিডিওতে রিশাদকে বলতে শোনা যায়, ‘পিএসএলে দল পেয়ে আমি উচ্ছ্বসিত। এ সুযোগ পুরোপুরি কাজে লাগাতে চাই। আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে লাহোর কালান্দার্সকে পিএসএলের শিরোপা উপহার দিতে চাই। সমর্থকদের পাশে থাকার অনুরোধ আমার।’
২০২৩ সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেকের পর থেকেই লাল সবুজের জার্সিতে আলো ছড়াচ্ছেন লেগ স্পিনার রিশাদ। একই বছর ডিসেম্বরে ওয়ানডেতে অভিষিক্ত হন ২২ বছর বয়সি এই অলরাউন্ডার।
অল্পসময়েই জাতীয় দলের অপরিহার্য সদস্যে পরিণত হয়েছেন রিশাদ। চলতি বিপিএলেও ব্যাট-বলে সমানতালে পারফর্ম করছেন। চট্টগ্রাম পর্বে ফরচুন বরিশালের সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৩৯ রানের চমৎকার ইনিংস খেলেন তিনি। সে সুবাদে ম্যাচসেরার পুরস্কারও গেছে তার ঝুলিতে।
পিএসএলের আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেও ডাক পেয়েছিলেন রিশাদ। তবে বিপিএলের জন্য বিগ ব্যাশের প্রস্তাব ফিরিয়ে দিতে হয় তাকে।
প্রসঙ্গত, দেশের জার্সিতে এখন পর্যন্ত ওয়ানডেতে ৭ ম্যাচে ৫ ও ২০ টি-টোয়েন্টিতে ৩৮ উইকেট ঝুলিতে পুরেছেন রিশাদ।