ছবি: সংগৃহীত
টানা আট ম্যাচ জিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে রীতিমত উড়ছিল মোহামেডান। কিন্তু প্রথম লেগের শেষ ম্যাচে পা হড়কেছে দলটি। লিগে নিজেদের নবম ম্যাচে এসে ফকিরেরপুল ইয়ংমেন্সের কাছে প্রথম হারের স্বাদ পেয়েছে সাদাকালোরা।
শুক্রবার (২৪ জানুয়ারি) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহমেডানকে ১-০ গোলে হারিয়েছে ফকিরেরপুল।
জয়ের ধারা থামলেও ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই লিগের প্রথম লেগ শেষ করেছে মোহামেডান। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান করছে ফকিরেরপুল।
লিগের লেজের সারির দল ফকিরেরপুলের বিপক্ষে শুরু থেকেই নড়বড়ে ছিল মোহামেডান। কিছু সময় গড়ানোর পর সাদাকালোদের খেলায় ছন্দে ফিরলেও আক্রমণে ঝাঁজ ছিল না বললেই চলে।
প্রথমার্ধের শেষ দিকে গোলের একটি সুযোগ পেয়েছিল আলফাজ আহমেদের দল। ফকিরেরপুলের গোলকিপার সাজু আহমেদের ভুলে সুযোগ এসেছিল মোহামেডানের সুলেমানে দিয়াবাতের সামনে, কিন্তু আচমকা পাওয়া সে সুযোগ হেলায় হারান মালির এই ফরোয়ার্ড।
কিন্তু ৬৬ মিনিটে ফকিরেরপুলের উজবেক মিডফিল্ডার সার্দোর জাহোনোভ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি। আকবির তুরায়েভের সঙ্গে একবার বল দেওয়া-নেওয়া করে বক্সের বেশ বাইরে থেকে দুর্দান্ত এক শট নেন জাহোনোভ। বিশাল এক লাফ দিয়েও সে শটের নাগাল পাননি মোহামেডান গোলকিপার।
গোল হজমের পর সর্বশক্তি নিয়ে আক্রমণে ঝাঁপায় মোহামেডান। ৭৪তম মিনিটে মোহামেডানের সৌরভ দেওয়ানের শট গোললাইনে প্রতিহত হয়। এরপর ৮২তম মিনিটে আরিফ হোসেনের শট বাইরের জাল কাঁপায়। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কুলদিয়াতির হেড দারুণভাবে বাঁচিয়ে দিয়ে ফকিরেরপুলকে জয়ের বন্দরে নোঙর করান বদলি গোলকিপার তৈয়ব সিদ্দিকী।
এর ফলে শেষ পর্যন্ত ০-১ গোলের ব্যবধানে লিগে মৌসুমের প্রথম হার হজম করেই মাঠ ছাড়তে হয় আলফাজ আহমেদের শিষ্যদের।