টেস্ট ইতিহাসে ইনিংসে ১০ উইকেট পাওয়া ৩ বিধ্বংসী বোলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৩:৫৫ পিএম
-678ccc10ad614.jpg)
ছবি: সংগৃহীত।
ব্যাটসম্যানদের খেলা ক্রিকেটে বোলাররাও কম যান না। নিজেদের দিনে প্রতিপক্ষের ব্যাটারদের নাকানিচুবানি খাওয়ান। সেরা সব ডেলিভারিতে ব্যাটারকে ফাঁদে ফেলেন। শুধু তাই নয় সেই ফাঁদে পা দিতে ব্যাটারদের বাধ্য করেন। আদায় করে নেন উইকেট। দলকে ম্যাচ জয়ের পথে এগিয়ে নেন।
ধৈর্যের খেলা টেস্ট ক্রিকেটে এমন বোলারও আছে যারা প্রতিপক্ষের ১০ উইকেটের সবকটি একাই নিজের পকেটে পুরেছেন। অবশ্য সেই সংখ্যাটা কমই। মাত্র ৩ বোলার বিরল এই রেকর্ড নিজের নামের পাশে যুক্ত করতে পেরেছেন। সেই তিন ক্রিকেটার হলেন- ইংল্যান্ডের জিম ল্যাকের, ভারতের অনীল কুম্বলে ও নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল।
ক্রিকেটপ্রেমীরা টেস্টে ইনিংসে ১০ উইকেটের বিরল কীর্তির প্রথম সাক্ষী হয়েছিল ১৯৫৬ সালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টে ইংল্যান্ডকে একাই জয় এনে দিয়েছিলেন জিম ল্যাকের। প্রথম ইনিংসে ৯ অজি ব্যাটারকে একাই সাজঘরে ফেরান এই কিংবদন্তি বোলার। এরপর দ্বিতীয় ইনিংসে অজিদের ইনিংসের সবকটি উইকেট পকেটে পুরেন।
ইনিংসে ১০ উইকেট নিয়ে নাম লেখান বিরল এক রেকর্ডে। সেই ইনিংসটিতে ৫১.২ ওভার বল করে ৫৩ রান খরচায় ১০ উইকেট তুলেছিলেন ল্যাকের। তার দাপুটে অজিরা অলআউট হয়েছিল ২০৫ রানে। ইংল্যান্ড সেই টেস্ট জিতেছিল ইনিংস ও ১৭০ রানের বিশাল ব্যবধানে।
টেস্ট ইনিংসে ১০ উইকেট নেওয়ার বিরল এ কীর্তিতে পরের নাম অনীল কুম্বলে। ১৯৯৯ সালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দিল্লিতে সেদিন একাই গুঁড়িয়ে দিয়েছিলেন কুম্বলে। প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করা কুম্বলে দ্বিতীয় ইনিংসে ২৬.৩ ওভার হাত ঘুরিয়ে বিরল এই কীর্তি গড়েন। কুম্বলের সেই টেস্টে ভারত জিতে ২১২ রানের বিশাল ব্যবধানে।
এ তালিকায় সবশেষ নাম আজাজ প্যাটেল। ২০২১ সালে ওয়াংখেড়ে ভারতের প্রথম ইনিংসের ১০ উইকেটই নিজের পকেটে পুরেছিলেন এই স্পিনার। ৪৭.৫ ওভার হাত ঘুরিয়ে ১১৯ রান খরচায় এই কীর্তি গড়েন তিনি। তবে এমন কীর্তি গড়েও দলকে জেতাতে পারেননি এই স্পিনার। ওই টেস্টে তার দল নিউজিল্যান্ড হারে ৩৭২ রানের বিশাল ব্যবধানে।