Logo
Logo
×

খেলা

আবার ভারত সিরিজে বাংলাদেশের সৈকত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৬:৫১ পিএম

আবার ভারত সিরিজে বাংলাদেশের সৈকত

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত

প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে নাম লিখিয়েছেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এরপর থেকেই আলোচনায় রয়েছেন এই আম্পায়ার। সম্প্রতি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের বিরুদ্ধে কয়েকটি সিদ্ধান্ত দিয়ে বেশ আলোচিত হন তিনি।

এবার ফের ভারতের সিরিজে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত। আগামী ৬ ফেব্রুয়ারি শুরু হবে ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। সে সিরিজে দুটি ওয়ানডেতে মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকবেন তিনি।

জানা গেছে, ৬ তারিখ প্রথম ওয়ানডে হবে নাগপুরে। সেখানে অনফিল্ড আম্পায়ার থাকবেন সৈকত। ৯ তারিখের দ্বিতীয় ওয়ানডেতে তিনি টিভি আম্পায়ার। আর ১২ তারিখ আহমেদাবাদের তৃতীয় ওয়ানডে ম্যাচে ফের অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি।

যেহেতু ৭ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনাল, তাই ইংল্যান্ড সিরিজে ব্যস্ত থাকায় ফাইনালে দেখা যাবে না সৈকতকে।

প্রসঙ্গত, চলতি বিপিএলে রেকর্ড পরিমাণ ম্যাচ ফি পাচ্ছেন সৈকত। বিসিবির আম্পায়ারস বিভাগের দায়িত্বে থাকা পরিচালক ইফতেখার আহমেদ জানান, এবারের বিপিএলে ম্যাচপ্রতি রেকর্ড দুই হাজার ডলার করে পাচ্ছেন সৈকত, বাংলাদেশি মুদ্রায় যা ২ লাখ ৪২ হাজার টাকা। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম