Logo
Logo
×

খেলা

বাংলাদেশের তোপের মুখে নেপাল শেষ ৫২ রানে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০২:১৫ পিএম

বাংলাদেশের তোপের মুখে নেপাল শেষ ৫২ রানে

ইনিংস সর্বোচ্চ রান ১৯। পুরো ইনিংসে আর দুই অঙ্কে যেতে পেরেছেন এক জন, বাকিদের নামের পাশে রানসংখ্যাটা যেন ফোন নম্বর ডিজিট! 

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে এমনই হয়েছে নেপালের হাল। বাংলাদেশের বোলিং তোপের মুখে রীতিমতো ধসে পড়েছে দলটার ইনিংস, অলআউট হয়েছে ৫২ রান তুলতেই।

বাঙ্গির ক্রিকেট ওভালে আজ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে দুই দল। টস ভাগ্যটা বাংলাদেশকে সঙ্গ দিয়েছে। অধিনায়ক সুমাইয়া আক্তার নেন বোলিংয়ের সিদ্ধান্ত।

সে সিদ্ধান্ত যে ভুল ছিল না, তার প্রমাণ কিছুক্ষণ পরেই পেয়ে গেল বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম সাফল্য পায় দল। এরপর থেকে নিয়মিত বিরতিতেই উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের বোলাররা।

এক পাশ আগলে রেখে ওপেনার সানা পারভীন ১৯ রানের ইনিংস খেলেন। তবে জান্নাতুল মাওয়ার বলে বোল্ড হয়ে তিনি ফেরেন পঞ্চম ব্যাটার হিসেবে। 

তার বিদায়ের পর দলের হাল ধরার চেষ্টা করেছিলেন সীমানা কেসি। তবে ১০ রান করে সপ্তম ব্যাটার হিসেবে তিনি আউট হন দলীয় ৪১ রানে, তার আফসোস বাড়ায় রান আউটটা। সেটা অবশ্য নেপাল ইনিংসের প্রথম রান আউট নয়, সে ইনিংসে আরও ৪ রান আউট হয়েছে। ফলে ৫২ রানেই গুটিয়ে যায় নেপাল।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ২ উইকেট নেন মাওয়া। একটি করে উইকেট নেন আনিসা আক্তার সোবা, ফাহমিদা ছোঁয়া আর নিশিতা আক্তার।  

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম