Logo
Logo
×

খেলা

কোহলির ‘মাই ওয়ে অর হাইওয়ে’ রুলসে হাঁটবে ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০১:৫০ পিএম

কোহলির ‘মাই ওয়ে অর হাইওয়ে’ রুলসে হাঁটবে ভারত

কোহলি ফিটনেস ইস্যুতে কাউকে ছাড় দিতেন না— ছবি: সংগৃহীত

ফিটনেস ইস্যুতে বরাবরই নাক উঁচু বিরাট কোহলির। ভারতের অধিনায়ক থাকাকালে কোহলির ছিল এক কথা, ‘মাই ওয়ে অর দ্য হাইওয়ে’ অর্থাৎ আমার পথে হাঁটো নয়ত ভাগো। ড্রেসিংরুম, টিম বাস কিংবা হোটেলে— ক্রিকেটারদের জন্য কয়েকটি নিয়ম চালু করেছিলেন কোহলি ও তখনকার কোচ রবি শাস্ত্রী। যা এতদিন পর আবারও আনতে চায় ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই।

দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, খুব দ্রুতই কিছু ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেবে বিসিসিআই। বোর্ডের মেডিকেল টিমের এক সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়, এখন থেকে জাতীয় দলে ঢুকতে হলে প্রত্যেক ক্রিকেটারকে ইও-ইও টেস্ট দিতে হবে। কোহলির সময়ে এই টেস্টটি বাধ্যতামূলক ছিল। ভারতের তখনকার অধিনায়ক ফিটনেস ইস্যুতে কাউকে চুল পরিমাণ ছাড়ও দেয়নি।

ভারতের ক্রিকেট বোর্ডের ওই কর্মকর্তা বলেছেন, ‘বেশিরভাগ ক্রিকেটার প্রচুর ম্যাচ খেলে। তাই বোর্ড তাদের ব্যাপারে সহনশীল। এখন চোট আটকানোর দিকে বেশি নজর। এবার বেশ কিছু কড়া নিয়মও চালু হতে পারে। ফিটনেসের ব্যাপারে ঢিলেমি যাতে না দেখা যায়, তা নিশ্চিত করতেই এই কাজ করবে বোর্ড।’

ফিটনেস ইস্যুতে কড়া বার্তা পেয়েছেন রোহিত শর্মা। ভারতের বর্তমান অধিনায়ক ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে। ওজন কমাতে ঘাম ঝড়াচ্ছেন অনুশীলনে। বর্ডার গাভাস্কার ট্রফিতে ব্যর্থতার পর ভারতের ক্রিকেট বোর্ড সিনিয়র কয়েকজন ক্রিকেটারকে সতর্ক করেছে। রোহিত-কোহলিদের নির্দিষ্ট একটা সময়ও বেঁধে দিয়েছে। আর সর্বোপরি আনছে বেশ কিছু নতুন নিয়ম।

আপাতত তিনটি দিকে বিসিসিআইয়ের নজর— কোহলিদের আলাদা করে গাড়ি ব্যবহার থামানো, সফরে স্ত্রীদের লম্বা সময়ের জন্য রেখে দেওয়া আটকানো (সর্বোচ্চ ১৪ দিন) এবং ঘরোয়া ক্রিকেট খেলতে বাধ্য করানো। কোচরাও ছাড় পাচ্ছেন না। এখন থেকে কোনো কোচের চুক্তি তিন বছরের বেশি করা যাবে না বলে কড়া বার্তা দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম