Logo
Logo
×

খেলা

বিপিএল ২০২৫

আগুন ঝরাচ্ছেন তাসকিন, ব্যাট হাতে জাকিরের তাণ্ডব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:৫৯ পিএম

আগুন ঝরাচ্ছেন তাসকিন, ব্যাট হাতে জাকিরের তাণ্ডব

তাসকিন আহমেদ ও জাকির হাসান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে লিগ পর্বের প্রায় অর্ধেকটা শেষ। লিগ পর্বের ২০ ম্যাচ সম্পন্ন হওয়ার পর এখন টেবিলের শীর্ষে অবস্থান করছে টানা ৭ জয় পাওয়া রংপুর রাইডার্স। আর ৭ ম্যাচে স্রেফ ১ জয় পাওয়া ঢাকা ধুঁকছে টেবিলের তলানিতে। আর ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে চলতি আসরকে রাঙিয়েছেন তাসকিন-জাকিররা।

ব্যাট হাতে চলতি আসরে এখন পর্যন্ত সবচেয়ে উজ্জ্বল সিলেট স্ট্রাইকার্সে খেলা জাকির হাসান। ৬ ইনিংসে ৫০.২০ গড়ে ২৫১ রান করেছেন এই ব্যাটার। তার চেয়ে ২ রান কম নিয়ে দুইয়ে অবস্থান করছেন চিটাগং কিংসের উসমান খান।

দল হিসেবে ঢাকা ক্যাপিটালস দুঃস্বপ্নের মৌসুম কাটালেও ব্যাট হাতে উজ্জ্বল দলটির দুই ওপেনার লিটন দাস এবং তানজিদ হাসান। বিশেষ করে দুর্বার রাজশাহীর বিপক্ষে জোড়া সেঞ্চুরিতে দল যেমন টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে, তাদের ব্যক্তিগত সংগ্রহও তাতে ফুলেফেঁপে উঠেছে। ৭ ইনিংসে ২৪৬ রান নিয়ে তানজিদ তৃতীয় এবং এক ইনিংস কম খেলেও ২৪০ রান নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন লিটন।

টেবিল টপার রংপুর রাইডার্সের টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান ৭ ইনিংসে ২২৮ রান নিয়ে আছে পাঁচ নম্বরে।

বোলারদের মধ্যে রীতিমত উড়ছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। ৬ ইনিংসে দুর্বার রাজশাহী পেসারর প্রাপ্তি ১৪ উইকেট। এর মধ্যে শুধু ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এক ম্যাচেই ১৯ রান খরচায় ৭ উইকেট ঝুলিতে পোরেন তিনি। বিপিএল ইতিহাসে এখন এটাই সেরা বোলিং পরিসংখ্যান।

তাসকিনের পর সমান ১১ উইকেট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থান রয়েছেন দুই দেশি পেসার আবু হায়দার রনি এবং তানজিম হাসান সাকিব। খুলনায় খেলা রনি ৫ এবং সিলেটের সাকিব ৬ ইনিংসে বোলিং করে ১১ উইকেট শিকার করেছেন।

এরপরের অবস্থানে থাকা তিন খুশদিল শাহ, মাহেদি হাসান এবং নাহিদ রানা। রংপুর রাইডার্সের এই তিন বোলারই সমান ৯টি করে উইকেট শিকার করেছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম