Logo
Logo
×

খেলা

আইপিএলে শ্রেয়াসের নতুন কীর্তি, ধোনি-কোহলিরাও যা পারেননি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:১৪ পিএম

আইপিএলে শ্রেয়াসের নতুন কীর্তি, ধোনি-কোহলিরাও যা পারেননি

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন ইতিহাস গড়েছেন ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার। আইপিএল নিলামে ২৬ কোটি ৭৫ লাখ রুপি খরচ করে তাকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। এবার তার হাতেই নেতৃত্বভার তুলে দিয়েছে দলটি।

পাঞ্জাবের অধিনায়কত্ব পেতেই ইতিহাসের পাতায় নাম উঠে গেছে শ্রেয়াসের। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ভিন্ন তিনটি আইপিএল দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।

গত আসরে শ্রেয়াসের নেতৃত্ব আইপিএল শিরোপা জয় করে কলকাতা নাইট রাইডার্স। এর আগে দিল্লি ক্যাপিটালসেরও অধিনায়কত্ব করেছিলেন তিনি। ২০২০ সালে তার নেতৃত্বে ফাইনাল খেলেছিল দিল্লি। ভিন্ন দুটি দলের সঙ্গে ফাইনালে পৌঁছানো একমাত্র অধিনায়কও শ্রেয়াস।

আইপিএল ইতিহাসে শ্রেয়াসের আগে তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দেওয়া দ্বিতীয় খেলোয়াড় হয়েছিলেন। এর আগে লংকান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে তিনটি ভিন্ন আইপিএল দলের অধিনায়কত্ব করেন। কিংস ইলেভেন পাঞ্জাব দিয়ে আইপিএলে অধিনায়কত্ব শুরু করেন তিনি, এরপর কোচি টাস্কার্স কেরালা ও দিল্লি ক্যাপিটালসেরও নেতৃত্ব সামলেছিলেন।

এছাড়া অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথও এই টুর্নামেন্টে তিনটি দলের নেতৃত্ব দিয়েছেন। পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া, রাইজিং পুনে সুপারজায়ান্টস এবং রাজস্থান রয়্যালসের নেতৃত্ব সামলেছিলেন এই অজি ক্রিকেটার।

পাঞ্জাবের অধিনায়কত্ব পাওয়ার পর শ্রেয়াস বলেছেন, ‘আমি সম্মানিত যে দলটি আমার ওপর বিশ্বাস রেখেছে। আমি কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে আবার কাজ করার জন্য উন্মুখ। দলের শক্তি দুর্দান্ত, সম্ভাবনা এবং প্রমাণিত পারফরমারদের একটি চমৎকার মিশ্রণ রয়েছে। আমি আশা করি ম্যানেজমেন্ট প্রদত্ত বিশ্বাসের প্রতিদান দিতে পারব এবং দলের প্রথম শিরোপা জিততে পারব।’

ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম