Logo
Logo
×

খেলা

ডেট করছেন চাহাল, যা জানালেন কথিত প্রেমিকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১১:০০ এএম

ডেট করছেন চাহাল, যা জানালেন কথিত প্রেমিকা

ছবি: সংগৃহীত

অনানুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছ্বেদ চলছে। যুজবেন্দ্র চাহাল সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দিয়েছেন ধনশ্রী ভার্মাকে। তাদের ছবিও ডিলিট করা হয়েছে। ভারতের তারকা স্পিনার প্রায় প্রতিদিনেই নিয়ম করে পোস্টও দিচ্ছেন। সেই পোস্ট দেখে ভক্ত-সমর্থকদের ধারণা, তাদের সম্পর্ক ঠিক নেই। এমন পরিস্থিতিতে তৃতীয় একজন ঢুকেছে— আরজে মাহভাশ। ভারতের বেশ কিছু গণমাধ্যমে বলা হচ্ছে, মাশহাবের সঙ্গে ডেট করছেন চাহাল।

অনেকেই সেখানে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। কেউ কেউ চাহালকে আক্রমণ করে পোস্টও করছেন। কারও মতে, মাহভাশের কারণেই বিচ্ছ্বেদ হতে চলছে ধনশ্রীর। চাহাল-ধনশ্রী দম্পতির সঙ্গে ‍জুড়ে যাওয়া মাহভাশ অবশ্য তাদের প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তার মতে, এসব পুরোটাই ভুল তথ্য।

মূলত মাহভাশ এই দম্পতির মাঝে এসেছেন এক পোস্টকে ভিত্তি করে। ২০২৪ সালের ক্রিসমাস পার্টিতে চাহালকে মাহভাশের সঙ্গে দেখা গিয়েছিল। দেখা যায়, চাহাল-মাহভাশের সঙ্গে আরও কয়েকজন হাসিমুখে ছবিতে পোজ দিচ্ছেন।  ছবিটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই তাদের মধ্যে সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়।

আরজে মাহভাশ এই গুঞ্জন নিয়ে নীরবতা ভেঙেছেন। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘কিছু নিবন্ধ এবং গুজব ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। তবে এই গুজবগুলির কতটা ভিত্তি রয়েছে, সেটা দেখতে খুবই মজার। যদি আপনি বিপরীত লিঙ্গের কারও সঙ্গে দেখা করেন, তার মানে কি আপনি তাদের সঙ্গে ডেটিং করছেন? মাফ করবেন, এটা কোন যুগে আছি আমরা? আপনি কতজনের সঙ্গে ডেটিং করছেন?”

পরে তিনি সরাসরি এই সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন, ‘এটা একেবারেই ভিত্তিহীন এবং নিছক মিথ্যে।’

২০২০ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন যুবি ও ধনশ্রী। লকডাউনের সময় ধনশ্রীর থেকে নাচের প্রশিক্ষণ নেন চাহাল। প্রশিক্ষণের সময় তাদের মধ্যে প্রেম হয়। পরে বিয়েতে পূর্ণতা পায়। এরপর একাধিকবার তাদের মধ্যে সম্পর্কে ফাটল নিয়ে গুঞ্জন তৈরি হয়। এবার যেন হয়েই গেছে। খোলাখুলিভাবে না বললেও প্রায়ই চাহাল বুঝিয়ে দেন, তাদের সম্পর্ক ভালো নেই।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম