রোনালদোর পথে হাঁটছেন ভিনিসিয়ুস, শিগগিরই মিলতে পারে সুখবর
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৭:২৫ পিএম
![রোনালদোর পথে হাঁটছেন ভিনিসিয়ুস, শিগগিরই মিলতে পারে সুখবর](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/01/11/ronaldo-nazario-vinicius-junior-678271c68e70f.jpg)
রোনালদো নাজারিও ও ভিনিসিয়ুস জুনিয়র
ব্রাজিল ফুটবলের কিংবদন্তি রোনালদো নাজারিওর পথে হাঁটছেন দেশটির নতুন প্রজন্মের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। ২০১৮ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল ভায়াদোলিদ ৫১ ভাগ শেয়ার কিনেছিলেন রোনালদো। এখন ৮২ ভাগ মালিকানা নিয়ে ক্লাবটির প্রেসিডেন্টের পদে আসীন এই ফুটবলার।
তার মতোই এবার ক্লাবের মালিক হতে চান তরুণ ভিনিসিয়ুসও। স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে চড়ানো ভিনিসিয়ুস এখন বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের অন্যতম। মাত্র ২৪ বছর বয়সি এই ফুটবলার এখনই বছরে আয় করছেন বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬১ কোটি টাকা। সামনের দিনগুলোতে যে তার আয় আরও বাড়বে, তা না বললেও চলে।
ইএসপিএন ব্রাজিলের তথ্যমতে, পর্তুগালের দ্বিতীয় সারির একটি ক্লাবের মালিকানা কেনার পথে হাঁটছেন ভিনি। শুরুতে লেইক্সেস স্পোর্ত ক্লাব বিচেনায় থাকলেও মার্কিন সাময়িকী ফোর্বস জানিয়েছে, সম্ভাব্য ক্লাবটির নাম এফসি আলভেরকা। ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত ক্লাবটির আর্থিক জটিলতায় ২০০৫ সালে অবনমন হয়। ১৬ ম্যাচে এখন ২৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান লিগ টেবিলের আটে।
ফুটবলারদের ক্লাবের মালিকানার পেছনে ছোটার গল্প অবশ্য নতুন নয়। ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহ্যাম মার্কিন ক্লাব ইন্টার মায়ামির সহ-কর্ণধার। এদিকে আল ইত্তিহাদে খেলা ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার এনগোলো কান্তের মালিকানা আছে বেলজিয়ামের তৃতীয় সারির দল রয়্যাল এক্সেলসিওরে। ফ্রান্সের দ্বিতীয় সারির দল কিনে কিলিয়ান এমবাপ্পের মালিকানা ৮০ শতাংশ। গত বছরের জুলাইয়ে মালিকানা কিনেছিলেন তিনি।