Logo
Logo
×

খেলা

ভারত-অস্ট্রেলিয়ায় ঝড় তোলা সৈকত আসছেন বিপিএলে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১০:০৭ এএম

ভারত-অস্ট্রেলিয়ায় ঝড় তোলা সৈকত আসছেন বিপিএলে

ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে কঠিন সব সিদ্ধান্ত নিয়ে সারা ফেলেছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। মেলবোর্ন ও সিডনি টেস্টে সৈকত বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নিয়ে ভারত ও অস্ট্রেলিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন। প্রথমে যশস্বী জয়সওয়ালকে আউট দেওয়া নিয়ে বিতর্ক হলেও পরে প্রমাণিত হয়েছে সৈকতই ঠিক ছিলেন।

এমন সাহসী আম্পায়ারিংয়ে খ্যাতি কুড়ানোর পর এবার তিনি নিজ দেশ বাংলাদেশে ফিরছেন। চলমান বিপিএলেও দেখা যাবে তাকে। যা নিশ্চিত করেছে বিসিবি।

এবারের বিপিএলে শুরু থেকেই দেখা মিলছে রানের। রান বন্যার এই আসর দর্শকদের কাছে প্রশংসা কুড়ালেও মাঠের বাইরে বিসিবির নানা ইস্যু নিয়ে ভক্তদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। তাছাড়া চলতি বিপিএলেও বেশ কিছু ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ছিল প্রশ্ন। তবে সৈকত আসলে সে জায়গায় যে উন্নতি বাড়তে তা নিশ্চিতভাবেই বলা যায়।

কেননা, আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার সৈকত বিগত কয়েক বছরে দেশে-বিদেশে কুড়িয়েছেন ব্যাপক সুনাম। যে কারণে তিনি আসলে নিশ্চিতভাবেই বাড়বে বিপিএলে আম্পায়ারিংয়ের মান।

জানা গেছে, বিপিএলে নামী এই আম্পায়ার আসছেন আগামী ১০ জানুয়ারি। এরপর দেশে পৌঁছানোর পর বিশ্রাম শেষে ১৬ জানুয়ারি চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকবেন সৈকত। এদিকে এবারের বিপিএলে মাঠের দায়িত্বে সবমিলিয়ে রয়েছেন ১২ জন আম্পায়ার। এর মধ্যে ১০ জন দেশি এবং ২ জন বিদেশি আম্পায়ার। এ ছাড়া ম্যাচ রেফারি হিসেবে রয়েছেন ৫ জন। 

এবারের আসরে উন্নতমানের ডিআরএস থাকলেও দেখা যায়নি স্পাইক্যামেরা, ব্যাগিক্যামেরা। তবে দর্শকদের জন্য ছিল নানা আয়োজন। বিপিএলের মাসকটসহ শহীদ মীর মুগ্ধর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গ্যালারিতে দর্শকদের জন্য রয়েছে বিনা মূল্যে পানির ব্যবস্থা। গ্যালারির একটি অংশে রয়েছে ‘জিরো ওয়েস্ট জোন’। দর্শকদের সুবিধার কথা চিন্তা করে রয়েছে ই–টিকিটের ব্যবস্থাও। সব মিলিয়ে মাঠেও দেখা যাচ্ছে রান। যা ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে দর্শকদের মধ্যে। 

ঘটনাপ্রবাহ: বিপিএল-২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম