Logo
Logo
×

খেলা

গাভাস্কারের নামে সিরিজ, অথচ তাকেই গোনায় ধরেনি অস্ট্রেলিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:৪৪ পিএম

গাভাস্কারের নামে সিরিজ, অথচ তাকেই গোনায় ধরেনি অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

সিরিজের নাম বোর্ডার-গাভাস্কার ট্রফি। যাদের নামে এই সিরিজ, তাদের মধ্যে অ্যালান বোর্ডারকে সিডনি টেস্টের পর পুরস্কার বিতরণীর মঞ্চে দেখা গেল-কিন্তু সুনীল গাভাস্কার অনুপস্থিত। অথচ গাভাস্কার মাঠেই ছিলেন, সিরিজজুড়ে ধারাভাষ্যের দায়িত্ব পালন করেছেন তিনি।

পুরস্কার বিতরণীর মঞ্চে গাভাস্কারের অনুপস্থিতি নিয়ে ভারতীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে গাভাস্কারের প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘অবজ্ঞা’ হিসেবে দেখছেন।

কেন পুরস্কার বিতরণীর মঞ্চে তাকে ডাকা হয়নি- এ প্রসঙ্গে খোদ গাভাস্কারের ভাষ্য, ‘আমি জানি না। ক্রিকেট অস্ট্রেলিয়াকে জিজ্ঞেস করুন।’

ক্রিকেট অস্ট্রেলিয়া পরে এক বিবৃতি দিয়ে বলেছে, ‘যদি বোর্ডার এবং গাভাস্কার একসঙ্গে পুরস্কার বিতরণীর মঞ্চে থাকত তাহলে ভালো হত।’ তবে কেন তারা গাভাস্কারকে পুরস্কার বিতরণীর মঞ্চে আমন্ত্রণ জানায়নি, সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।

পুরস্কার বিতরণীর সময় মঞ্চের স্বল্প দূরত্বেই ছিলেন গাভাস্কার। সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান এবং উপস্থাপক যতীন সাপ্রুর সঙ্গে মঞ্চের পাশেই দাঁড়িয়েছিলেন ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার।

প্রসঙ্গত, ঘরের মাঠে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতকে ৩-১ ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জায়গা করে নিয়েছে তারা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম