
ছবি: সংগৃহীত
নতুন বছরে দারুণ এক জয় পেয়েছে কিংস ও ব্রাদার্স। প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডে পুলিশ এফসিকে দাঁড়াতেই দেয়নি বর্তমান চ্যাম্পিয়ন কিংসে। দুর্দান্ত খেলে ফকিরেরপুলকে হারিয়েছে ব্রাদার্স। অন্যদিকে আবাহনীকে রুখে দিয়েছে ফর্টিজ এফসি।
শুক্রবার ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ১০ জনের পুলিশকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে কিংস। জোড়া গোল করেন ব্রাজিলীয় তারকা ফার্নান্দেজ। একবার করে জালের দেখা পান মজিবর রহমান জনি, রাকিব হোসেন ও মিগেল ফিগেইরা।
দুই ম্যাচ পর লিগে জয়ের দেখা পেল কিংস। ম্যাচের মাত্র ১০ মিনিটেই এগিয়ে যায় কিংস। ফয়সাল আহমেদ ফাহিমের লম্বা ক্রসে ফার্নান্দেজ দারুণ প্লেসিংয়ে গোল করেন (১-০)। মিনিটতিনেক পর ইসা ইজহারের লম্বা পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন জনি। পরে বুলেট গতির কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার (২-০)। ৩৭ মিনিটে ফাহিমের শট গোলকিপার প্রথম দফায় প্রতিহত করলেও পরের দফায় নাগালে পাননি। ফার্নান্দেজ ফিরতি বল ধরে জালে জড়ান (৩-০)।
দ্বিতীয়ার্ধের শুরুতে জনির আক্রমণ। আড়াআড়ি ক্রস জনি বাড়িয়ে দেন বক্সে। সেখান থেকে দারুণ দক্ষতায় রাকিব গোল করেন (৪-০)। ৭৪ মিনিটে আল-আমিনের স্পটকিক রুখে দিয়ে ক্লিনশিট ধরে রাখেন কিংস গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। শেষদিকে মোহাম্মদ রফিককে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন পুলিশের প্যারাগুইয়ান ফুটবলার মোরেনো গুইতো।
এরপর ইনজুরি সময়ে ব্রাজিলীয় মিগেল গোল করলে কিংস ৫-০ গোলের বড় জয় পায়। ছয় ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে কিংস রয়েছে পঞ্চম স্থানে। টানা তিন ম্যাচ হারা পুলিশের পয়েন্ট ছয়।
এদিকে লিগে হ্যাটট্রিক জয়ের সুযোগ হাতছাড়া করেছে আবাহনী লিমিটেড। পারেনি ফর্টিজ এফসিকে হারাতে। উলটো বেশি সুযোগ পেয়েও তিন পয়েন্ট না পাওয়ার আফসোস করেছে ফর্টিজের। ম্যাচটি গোলশূন্য হয়েছে।
কিংস অ্যারেনাতে আবাহনীর বিপক্ষে আক্রমণে এগিয়ে ছিল ফর্টিজ। তাদের অনেকটা চাপে রেখে গোল করার চেষ্টা করেও সফল হতে পারেনিনি ওমর, জয়রা। আকাশি নীল জার্সিধারীদের গোলকিপার মিতুল মারমা দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। প্রতিপক্ষের সুযোগগুলো নস্যাৎ করে দিতে তার জুড়ি ছিল না।
লিগে ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আবাহনী। সমান ম্যাচে ফর্টিজ তৃতীয় ড্রতে সাত পয়েন্টে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৩-০ গোলে ইয়ংমেন্স ফকিরেরপুলকে হারিয়েছে।
জয়ী দলের হয়ে মোস্তফা দ্রাম্মে, শেখ সেনে ও সাজ্জাদ হোসেন একটি করে গোল করেন। ছয় ম্যাচে চতুর্থ জয়ে ১১ পয়েন্টে চারে গোপীবাগের দলটি। ইয়ংমেন্ট সমান ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে।