চলতি বিপিএলে প্রথম সেঞ্চুরি পাকিস্তানি ব্যাটারের
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৩:২২ পিএম
![চলতি বিপিএলে প্রথম সেঞ্চুরি পাকিস্তানি ব্যাটারের](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/01/03/1-(15)-6777ac6706af6.jpg)
ছবি: সংগৃহীত
বিপিএলের ৭ম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরি দেখল দর্শকরা। দুর্বার রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন চিটাগং কিংসের পাকিস্তানি ব্যাটার উসমান খান। তার বিধংসী ব্যাটিংয়ে বড় সংগ্রেহ পথে রয়েছে চিটাগং।
এদিন বিপিএলে ৩৪তম ক্রিকেটার হিসেবে এই সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এর আগে বিপিএলের সর্বোচ্চ ইনিংসটি ক্রিস গেইলের। রংপুরের হয়ে ২০১৭ সালে অপরাজিত ১৪৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এখনও উইকেটে থাকা উসমান খান এখন সে পথেই আছেন।
এদিন শুরুতে ব্যাট করতে নেমে শূন্য রানেই সাজঘরে ফেরেন ওপেনার পারভেজ ইমন। তবে এরপর ঘুরে দাঁড়ায় দলটি। গ্রাহাম ক্লার্ক ২৫ বলে ৪০ রান করে সাজঘরে ফিরলে সেঞ্চুরি তুলে নেন উসমান। যা টি-টোয়েন্টিতে তার পঞ্চম সেঞ্চুরি।
এই ব্যাটারের সেঞ্চুরির দিনে বড় সংগ্রহের পথে চিটাগাং। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭.৩ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান করেছে চিটাগাং। ১২২ রানে উইকেটে আছেন উসমান।