চ্যাম্পিয়নস ট্রফি:
ভারতের গোঁয়ার্তুমিতে হতাশ ওয়াটসন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০১:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
পাকিস্তানের মাটিতে ৮ দলের অংশগ্রহণে আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফির আসর। টুর্নামেন্ট মাঠে গড়ানোর বহু আগে আয়োজক হিসেবে পাকিস্তান চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে এসে বাগড়া বাধায় ভারত। পরে তাদের দাবির মুখে একরকম বাধ্য হয়ে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন করতে হচ্ছে পাকিস্তানকে। পাকিস্তানের মাটিতে যাব না-ভারতের এমন গোঁয়ার্তুমিতে হতাশ অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনও।
ভারতের অনড় অবস্থানে লম্বা সময় চ্যাম্পিয়নস ট্রফির আসর মাঠে গড়ানো অনিশ্চয়তার মধ্যে থাকার পর এর সমাধান দিয়েছে আইসিসি। তাতে পাকিস্তানের সঙ্গে সহ-আয়োজক হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। যেখানে ভারত তাদের নিজেদের ম্যাচগুলো খেলবে। ভারতের এমন অবস্থানে হতাশা প্রকাশ করেছেন সাবেক এই অজি কিংবদন্তি।
সিডনিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির বিশ্বভ্রমণের সময় ভারতের অবস্থান নিয়ে ওয়াটসন বলেন, ‘এটি দুর্ভাগ্যজনক বিষয়গুলির মধ্যে একটি যে টুর্নামেন্টটি এইভাবে পরিণত হয়েছে। তবে সবাই ভারত-পাকিস্তান খেলা দেখতে পছন্দ করে।’
পাকিস্তানের মাটিতে খেলার অভিজ্ঞতার আলোকে ওয়াটসন বলেন, ‘আমি ২০১৯ সালে পিএসএলে খেলার সুযোগ পেয়েছি। তার আগে ২০০৫ সালে সেখানে খেলার পর যা প্রথমবার। এটি আমার ক্যারিয়ারের অন্যতম হাইলাইট ছিল। অনেক দিন পর পাকিস্তানে গিয়ে তাদের ভালোবাসা এবং তাদের মধ্যে আনন্দ দেখতে পেয়েছিলাম। সেখানে ক্রিকেট খেলা অবিশ্বাস্য অভিজ্ঞতা ছিল। তারা বিশ্বমানের ক্রিকেটের ক্ষুধার্ত ভক্ত ছিল।’
লম্বা সময় পর পাকিস্তানের মাটিতে ক্রিকেটের কোনো বড় আসর হতে যাচ্ছে। যা নিয়ে ওয়াটসন বলেন, ‘পাকিস্তান ক্রিকেট ভক্তদের জন্য তাদের দেশে বিশ্ব-মানের খেলোয়াড়দের দেখার এটি একটি বিশাল সুযোগ। এই টুর্নামেন্টটি পাকিস্তানকে আলোকিত করবে। এটি পাকিস্তান এবং দেশটির ক্রিকেট ভক্তদের জন্য একটি বিশেষ উপলক্ষ হতে চলেছে।’